ইতিমধ্যেই বিভিন্ন দেশের সেলিব্রিটিদের মধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করার হিড়িক পড়ে গিয়েছে ৷ হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সম্প্রতি এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন ৷ তাঁর কিকি চ্যালেঞ্জ ভাইরাল হওয়ার পরেই এখন গোটা বিশ্বেই কিকি চ্যালেঞ্জ জ্বরে ভুগছেন সাধারণ মানুষ থেকে সেলেব প্রত্যেকেই ৷
নোরা ফতেহি, নিয়া শর্মা, অদা শর্মা, করিশ্মা শর্মার মতো বলিউডের অভিনেত্রীদেরও দেখা গিয়েছে এই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে ড্রেকের ‘ইন মাই ফিলিংস’ গানে ‘কিকি চ্যালেঞ্জ’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ৷ বাদ যাচ্ছেন না টলিউডের শিল্পীরাও ৷ মডেল-অভিনেত্রী দর্শনা বণিককেও সম্প্রতি দেখা গিয়েছে কিকি চ্যালেঞ্জকে ‘অ্যাক্সেপ্ট’ করতে ৷
advertisement
তবে কিকি চ্যালেঞ্জ গ্রহণ করে অনেকেই দুর্ঘটনায় পড়েছেন। বিদেশে এমন দুর্ঘটনার খবর এবং ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে এদেশের পুলিশ প্রশাসনও ৷ মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে, এ ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার মানে হচ্ছে নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলা। তাই এ ধরনের কাজ থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে ৷