আরও পড়ুন: বিয়ের গুঞ্জন থেকে নতুন ছবির প্রচার, চাপ না নিয়ে ফ্যাশনে টেক্কা দিচ্ছেন ক্যাট সুন্দরী!
আরও পড়ুন: অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?
রবিবার সেই গানের শ্যুটিংয়ের একটি বিহাইন্ড দ্য সিন (BTS) ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে (Katrina Kaif Tip Tip Barsa Pani BTS)। সেখানে দেখা গিয়েছে টিপ টিপ বরসা পানির নাচের শ্যুটিং করছেন নায়িকা। এই গানের কোরিওগ্রাফ করেছেন ফারাহ খান। মেটালিক শাড়ি পরে, বৃষ্টি ভেজা রাতে তাঁর মোহময়ী নাচের ভঙ্গিতে ভক্তদের মনে ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, 'সত্যিই বৃষ্টি হয়েছিল'। সঙ্গে জুড়ে দিয়েছেন, 'আমার হৃদয়ের শব্দ' ও লাল হৃদয়ের ইমোজি। ট্যাগ করেছেন ফারাহ খানকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিও নজর কেড়েছে ভক্তদের।
advertisement
আরও পড়ুন: ৭০০ বছরের পুরনো প্রাসাদে বিয়ে ক্যাটরিনা-ভিকির! রাজস্থানের এই রাজবাড়ি চিনে নিন
১৯৯৪ সালে 'মোহরা' ছবিতে টিপ টিপ বরসা পানি গানটি প্রথম ব্যবহার করা হয়। অরিজিনাল গানটিই এখনও বলিউডে হিট গানের তালিকায় রয়েছে। তার উপর সেই গানেরই রিডাক্স ভার্সান ও ক্যাটরিনার নাচ মিলে ফের একবার ভাইরাল হয়েছে সেটি। ইউটিউবে ২০ মিলিয়ন ভিউজ পাওয়ার পরও ক্যাটরিনা নিজের মনের আনন্দের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। শনিবারই মুক্তি পেয়েছে গানটি। শুক্রবার দীর্ঘদিন পর বলিউডের বিগ বাজেটের ছবি সূর্যবংশী মুক্তি পেয়েছে সিনেমা হলে।
এরই মধ্যে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন জোরালো হচ্ছে প্রতিদিন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই রাজস্থানে রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে দুই তারকার। সব্যসাচী তাঁদের পোশাক ডিজাইন করছেন। যদিও ভিকি বা ক্যাটরিনা কেউই বিয়ে নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি।