এই জল্পনা আরও একটি কারণে বেড়েছে। কাজ থেকে কিছুদিনের জন্য লম্বা বিরতি নিয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। বিয়ের প্রস্তুতির জন্যই নাকি এই বিরতি। এই মুহূর্তে ক্যাটরিনা ব্যস্ত তাঁর আসন্ন ছবি সূর্যবংশী-র প্রচার নিয়ে। ৫ নভেম্বর ছবি মুক্তি পেতেই প্রচার পর্ব শেষ হবে। প্রথমে শোনা যাচ্ছিল এর পরেই সলমন খানের সঙ্গে টাইগার ৩-র শ্যুটিং শুরু করবেন ক্যাটরিনা। কিন্তু সলমন আগে শাহরুখ খানের পাঠান ছবির শ্যুটিং সারবেন। তার পরে ২০২২ এ হবে টাইগার ৩-এর শ্যুটিং। অতএব সূর্যবংশী মুক্তি পেলেই বিরতি পাচ্ছেন ক্যাটরিনা। আর এই ফাঁকেই সমস্ত প্রস্তুতি সেরে বিয়ে করবেন অভিনেত্রী (Katrina Vicky Wedding)। কানাঘুষো সেরকমই খবর শোনা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- জনসমক্ষে ইউলিয়াকে অপমান! সলমনের তুমুল সমালোচনা নেটিজেনরা
সূত্রের খবর, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিয়ে সারবেন ক্যাটরিনা ও ভিকি (Vicky Kaushal) । রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা-তে বসবে বিয়ের আসর। বিয়ের অতিথি তালিকায় রয়েছেন ক্যাটরিনার (Katrina Kaif) প্রাক্তন প্রেমিক সলমন খান (Salman Khan) ও তাঁর গোটা পরিবার। পাত্র ও পাত্রী দুজনেই নাকি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন, এমনই শোনা যাচ্ছে। এখন শুধু অপেক্ষা। সময়ই বলতে পারবে, ক্যাটরিনা ও বিয়ের খবর সত্যি, নাকি স্রেফ জল্পনা।
আরও পড়ুন- আতসবাজি নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে কঙ্গনা! গাড়ি ছেড়ে পায়ে হাঁটতে বলে খোঁচা পরিবেশকর্মীদের
প্রসঙ্গত, মাস খানেক আগেও রটে যায় যে ক্যাটরিনা ও ভিকি নাকি বাগদান সেরেছেন। এমনকি রোকা সেরেমনিও হয়ে গিয়েছে বলে শোনা যায়। পুরোটাই গুজব বলে দাবি করেন দুই পক্ষ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি বাগদান সারবেন। কাজের দিক থেকে সম্প্রতি ভিকির (Vicky Kaushal) ছবি 'সর্দার উধম' মুক্তি পেয়েছে এবং ছবিটি সমালোচক মহলে প্রশংসা পাচ্ছে।