TRENDING:

''পূজা ভাট শুনুন, কীভাবে অন্যকে সরিয়ে 'দাদা'দের সুপারিশে ছবিতে কাজ পেয়েছেন আলিয়া !'', সরব নেটিজেনরা...

Last Updated:

নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়৷ সকলে পূজা ভাটকে লক্ষ্য করে বলতে থাকেন এই সাক্ষাৎকারটি শোনার জন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের নেপটিজম নিয়ে সরব হয়েছেন অনেকে৷ ছবিতে কাজ পাওয়া নিয়ে চলে অতিরিক্ত মাত্রায় স্বজনপোষণ৷ এই অভিযোগ উঠেছে বারবার৷ যাঁদের লবি যত পোক্ত, তাঁরাই টিকে থাকতে পারেন ইন্ডাস্ট্রিতে৷ বাকিদের হয় সরে যেতে হয় নিজেদের স্বপ্নকে সরিয়ে রেখে, না হলে সুশান্তের মত নিজেকে শেষ করে দিতে হয়৷
advertisement

এইটাই দস্তুর৷ সুশান্তের মৃত্যুর পর এই বক্তব্যই উঠে আসছে জোড়াল ভাবে৷ এরই মধ্যে প্রকাশ পেল আলিয়া ভাটের একটি পুরনো সাক্ষাৎকার৷ যেখানে তিনি স্বীকার করেছেন, ডিয়ার জিন্দেগি ছবিতে অন্য অভিনেত্রীর কাজ করা ঠিক হয়ে গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়৷ এবং জানা গিয়েছে যে করণ জোহর ও শাহরুখের আর্জিতেই অন্য নায়িকাকে সরিয়ে আলিয়াকে সেই ছবিতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছিল৷ এই তথ্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে৷ অর্থাৎ বলিউডে যে স্বজনপোষণ হয়, এবং খুল্লমখুল্লা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নেটিজেনরা৷

advertisement

advertisement

আলিয়া একটি ইন্টারভিউতে বলেন,  কলঙ্ক ও উড়তা পঞ্জাব ছবির জন্য তিনি নিজেই পরিচালকের কাছে বারবার সুপারিশ করতে থাকেন৷ অন্যদিকে ডিয়ার জিন্দেগির জন্য তিনি নিজে কোনও সুপারিশ করেননি ঠিকই, কিন্তু তিনি জানতেন যে ওই ছবিতে অন্য নায়িকা কাজ শুরু করছেন৷ তবে শেষ পর্যন্ত ছবির পরিচালক গৌরী শিন্ডে সেই নায়িকাকে সরিয়ে আলিয়ার কাছে ছবির চরিত্রটি নিয়ে আসেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

এরপরই নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়৷ সকলে পূজা ভাটকে লক্ষ্য করে বলতে থাকেন এই সাক্ষাৎকারটি শোনার জন্য৷ কারণ পূজা জানিয়েছিলেন,  ভাট ক্যাম্প কোনও স্বজনপোষণে বিশ্বাসী নয় এবং নতুনদের তারা সুযোগ দেয়৷ মূলত অভিনেত্রী কঙ্গণা যে ধরণের অভিযোগ এনেছিলেন ভাটদের বিরুদ্ধে, তারই উত্তর দেন পূজা৷ তবে এবার আলিয়ার বক্তব্য নিয়ে পূজাকে বিঁধছেন নেটিজেনরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
''পূজা ভাট শুনুন, কীভাবে অন্যকে সরিয়ে 'দাদা'দের সুপারিশে ছবিতে কাজ পেয়েছেন আলিয়া !'', সরব নেটিজেনরা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল