TRENDING:

Kangana Ranaut | Rakhi Sawant: কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়

Last Updated:

Kangana Ranaut | Rakhi Sawant: সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে 'ভিক্ষা' বলে সম্বোধন করেন কঙ্গনা। এই মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: স্বাধীনতা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় তুমুল চর্চা হয়েছে। এবার সেই বিতর্ক আরও একবার উশকে দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। কঙ্গনাকে সম্প্রতি একটি পোস্টে একহাত নিয়েছেন রাখি। আর তার পরেই রাখির জয়জয়কার শুরু করেছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে 'ভিক্ষা' বলে সম্বোধন করেন কঙ্গনা। এই মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
advertisement

সেই মন্তব্যের জেরেই রাখি (Rakhi Sawant) এবার কঙ্গনাকে (Kangana Ranaut) বললেন, 'দেশ কি গদ্দার হ্যায় দিদি'। সঙ্গে রাখি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনা হাতে বুম নিয়ে কিছু বলছেন। কিন্তু তাঁর নিজের কণ্ঠ ভিডিওয় মিউ‌ট করা। বদলে শোনা যাচ্ছে কুকুরের ডাক। রাখি এই ভিডিও শেয়ার করতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর ভক্তরা।

advertisement

আরও পড়ুন- ক্যাটরিনা-ভিকির বিয়েতে কি সলমন আসবেন না? কারণ নিয়ে বি-টাউনে জল্পনা তুঙ্গে

কেউ রাখিকে বলেন, "জাতীয় ক্রাশ"। কেউ আবার বলেন "কুইন অফ মিম"। একজন রাখির সম্পর্কে লেখেন, "এসবের বিরুদ্ধে রাখিই একমাত্র আওয়াজ ওঠাতে পারে।" তবে পাশাপাশি রাখির বিরুদ্ধে আর কঙ্গনার হয়েও কমেন্ট করেছেন কেউ কেউ। কেউ লিখেছেন, "রাখির আসলে হিংসে হচ্ছে।" প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) অভিনীত ছবি 'থালাইভি। ছবিতে কঙ্গনা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ধাকড় ছবি নিয়ে ব্যস্ত।

advertisement

আরও পড়ুন- ডিসেম্বরেই রাজকীয় কায়দায় বিয়ে! কিন্তু ক্যাটরিনা-ভিকির প্রেমের গল্প জানেন কি

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনা (Kangana Ranaut) বলেন, ১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে ছিল ভিক্ষা। আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে। কঙ্গনার এই মন্তব্যের জন্য তাঁর থেকেও পদ্মশ্রীও ফেরত নিয়ে নেওয়ার দাবি করা হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut | Rakhi Sawant: কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল