অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে এক সাক্ষাৎকারে কঙ্গনা (Kangana Ranaut) জাভেদ আখতারকেও (Javed Akhtar) আক্রমণ করেছিলেন। তাঁকে সুইসাইড গ্যাং এর সদস্য় বলেও দাবি করেন তিনি। তার পরেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার। জাভেদ আখতারের বিরুদ্ধে পাল্টা তোলাবাজি ও গোপনীয়তা লঙ্ঘণের অভিযোগ আনেন কঙ্গনা।
আরও পড়ুন- জাভেদ একটুও রোম্যান্টিক না! তবুও সুখী দাম্পত্য কী ভাবে, জানালেন শাবানা আজমি
advertisement
সোমবার মেট্রোপলিটন আদালতে উপস্থিত হন দুই তারকা। নির্দিষ্ট সময়েই কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে উপস্থিত হন অভিনেত্রী (Kangana Ranaut)। গত সপ্তাহে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি। এর আগেও বেশ কয়েকবার হাজিরা দেননি। আর তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানায় আদালত।
সব মিলিয়ে আদালত নিয়ে সন্তুষ্ট নন 'থালাইভি' (Thalaivi) ছবির অভিনেত্রী। আর তাই এই মামলা অন্য আদালতে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি এবিষয়ে আবেদনও করেছেন। প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে জাভেদের (Javed Akhtar) করা মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন কঙ্গনা। ২০২০ সালে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জাভেদ আখতার।
আরও পড়ুন-'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ