TRENDING:

দিদি আর ভাইবোনদের জন্য ৪ কোটি দিয়ে ৪টি বাড়ি কিনে দিলেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

চণ্ডীগড়ের অভিজাত পল্লিতে দিদি রঙ্গোলি-সহ চার ভাইবোনের জন্য ৪টি ফ্ল্যাট কিনে দিলেন কঙ্গনা । যার দাম পড়ল ৪ কোটি টাকার কাছাকাছি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভাইবোনদের জন্য এতটা ভালবাসা! তারকাদের জীবনে শুধু কেন, সাধারণ মানুষের জীবনেও খুব একটা বেশি দেখা যায় না । আজকাল নিজের স্বার্থ নিয়ে সকলেই একটু বেশি চিন্তিত । কিন্তু সেই স্বার্থসর্বস্ব যুগে কঙ্গনা যা করলেন, তা দেখে তো চোখ কপালে উঠছে অনেকেরই ।
advertisement

কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গে নায়িকার যে গলায় গলায় ভাব তা সকলেই জানেন । কিন্তু তুতো ভাইবোনদেরও যে চোখে হারান ক্যুইন, তা অনেকেরই জানা ছিল না । এ বার রানাওয়াত ভাইবোনদের সম্পর্কের বাঁধুনি যে কতটা দৃঢ়, তা পরিষ্কার হল অনেকের কাছেই ।

চণ্ডীগড়ের অভিজাত পল্লিতে দিদি রঙ্গোলি-সহ চার ভাইবোনের জন্য ৪টি ফ্ল্যাট কিনে দিলেন কঙ্গনা । যার দাম পড়ল ৪ কোটি টাকার কাছাকাছি । আসলে, হিমাচলের পাহাড়ি এলাকার বাসিন্দা কঙ্গনার ভাইবোনদের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শহরের মধ্যে, বিলাসবহুল বাড়িতে থাকার । ভাইবোনদের সেই স্বপ্নই পূরণ করতে খানিকটা সাহায্য করলেন নায়িকা । চণ্ডীগড় বিমানবন্দরের একেবারে কাছে, অত্যন্ত হাইপ্রোফাইল একটি এলাকায় এই চারটি বাড়ি কিনেছেন কঙ্গোনা । বাড়ির সামনেই রয়েছে বিরাট বিরাট শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল-সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্যুইটারে এই খবরের সত্যতা জানিয়ে কঙ্গোনা লেখেন, ‘‘আমি সবসময় সকলকে বলি, আমাদের যা আছে তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত । এতে আনন্দ বাড়ে । অ্যাপার্টমেন্ট গুলি ২০২৩ সালে আমরা হাতে পাব । আমি নিজে ভীষণ ভাগ্যবতী, যে আমার পরিবারের জন্য এ টুকু আমি করতে পারছি ।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দিদি আর ভাইবোনদের জন্য ৪ কোটি দিয়ে ৪টি বাড়ি কিনে দিলেন কঙ্গনা রানাওয়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল