TRENDING:

‘তাঁর কাছ থেকে যা শিখেছি, জীবনের সবক্ষেত্রে তা প্রয়োগ করেছি’ পোস্ট করলেন কাজল

Last Updated:

তাঁর কোরিওগ্রাফিতে কাজ করেছেন কাজলও । ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ফনা’য় সরোজ খানের সান্নিধ্য পেয়েছিলেন কাজল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চলে গেলেন তিনি । নিজের হাতে করে যিনি বলিউডের তাবড় তাবড় তারকাদের গড়েছিলেন, আজ তিনিই নেই । প্রয়াত বলিউডের সবার প্রিয় মাস্টারজি সরোজ খান । বলিপাড়ার সকলের ভালবাসার মাস্টারজি ছিলেন তিনি । সকলেই তাঁকে শ্রদ্ধা করতেন । তাবড় তাবড় স্টারদের শিক্ষা যেমন তিনি দিতেন, তেমনই প্রয়োজনে শাসনও করতেন তাঁদের । শুধু তাঁর নাচের স্টেপেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন বহু নায়ক-নায়িকা । শুধু তাঁর শেখানো নাচে পা মেলাতে চেয়ে সে সময় কত নায়িকাদের মধ্যে ঝগড়া হয়েছে । কেউ তাঁকে পাননি বলে আফশোষ করে গিয়েছেন । কেউ তাঁকে পেয়ে সুপার ডুপার হিট হয়েছেন ।
advertisement

তাঁর কোরিওগ্রাফিতে কাজ করেছেন কাজলও । ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ফনা’য় সরোজ খানের সান্নিধ্য পেয়েছিলেন কাজল ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরোজ খান কাজলের কাছে ছিলেন এমন গুরু যাঁর প্রতিটি শিক্ষা জীবনের বহু ক্ষেত্রে প্রয়োগ করেছেন কাজল । সে কথাও তিনি লিখলেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে । বলিউডে পা রাখার দিনটা থেকে যে মাস্টারজি’কে মাথার উপর ছাতার মতো পেয়েছিলেন, আজ তিনি নেই । অনেক পুরনো সাদা কালোয় একটি ছবি পোস্ট করে কাজল লিখলেন, ‘‘RIP সবচেয়ে প্রতিভাবান আর কুল কোরিওগ্রাফার । আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছন, যা আমি জীবনের কোনও না কোনও ক্ষেত্রে ব্যবহার করেছি আমি । যখন উনি নাচতেন যেন মনে হত গোটা বইটা দেখতে পাচ্ছি । যা বলতে চাইতেন, মুখের মধ্যে আর তাঁর দেহভঙ্গিমায় সেটার প্রতিফলন থাকত । যখন বয়স হয়ে গেল, তখনও সবসময় তাঁর মধ্যে নাচের সঙ্গে সেই একই প্রেম, ভালবাসা দেখেছি । লভ ইউ সরোজজি । সবসময় আপনি সকলের মনে থেকে যাবেন ।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তাঁর কাছ থেকে যা শিখেছি, জীবনের সবক্ষেত্রে তা প্রয়োগ করেছি’ পোস্ট করলেন কাজল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল