সংবাদ সংস্থা এএনআই -র সূত্র অনুসারে যখনই সলমন খান দেশের বাইরে যাবেন তখনই তাঁকে অনুমতি নিয়ে তবেই দেশ ছাড়তে হবে ৷
এর আগে কৃষ্ণসার হত্যা মামলায় তাঁকে দোষী সব্যস্ত করেছিল ট্রায়াল কোর্ট ৷ ২০ বছর আগে রাজস্থানের কঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমন খান ৷ ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে যোধপুর কোর্টে মামলা চলছে ৷
advertisement
সেখানেই সলমন খানের আইনজীবী আবেদন জানিয়েছিলেন তাঁর মক্কেলকে যেন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ সেখানেই সরকারি পক্ষের আইনজীবী এর চরম বিরোধিতা করেন ৷
আরও পড়ুন - যার তার সঙ্গে নয়, পাইথনের সঙ্গে রাত কাটালেন মহিলা
সলমন খানের যে জিপসি সেখানে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তা আদৌ সত্যি নয় ৷ সলমানের বিরুদ্ধে সব প্রমাণ সাজানোও বলা হয় ৷ কিন্তু তাও সলমনের প্রতি বিচারক নরম হননি ৷ উল্টে সরকারি পক্ষের আইনজীবী পিআর বিষ্ণোইয়ের কথাতেই কাজ হয় ৷ তাই এখন থেকে সলমন যদি কোনও কারণে দেশ ছাড়েন তাহলে তাঁকে পুলিশ ও কোর্টকে জানিয়ে যেতে হবে ৷