সে রকম ভাবেই সম্প্রতি দিশা এবং রাহুলের এক ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে উঠল! যেখানে তাঁদের সঙ্গে দিবাভোজে এক রেস্তোরাঁয় যোগ দিয়েছেন বিগ বসের বাড়িতে সময় কাটিয়ে আসা আরও দুই সেলিব্রিটি- আলি গনি (Aly Goni) এবং তাঁর প্রেমিকা জেসমিন ভাসিন (Jasmin Bhasin)!
ভিডিওয় দেখা যাচ্ছে যে রাহুল একটা কেক নিয়ে ব্যস্ত রয়েছেন! সেই ফাঁকে নিজেদের মধ্যে কথা বলছেন দিশা এবং জেসমিন। দিশাকে বলতে শোনা গিয়েছে- "সিদ্ধার্থ কি সব সিজনেই থাকবে"? উত্তরে জেসমিন বলেছেন- "মণীষা যত দিন আছে, তত দিন তো বটেই"! আর এখান থেকেই ঘনিয়ে উঠেছে বিতর্কের মেঘ! অনেক নেটাগরিকদেরই ধারণা- দিশা এই মন্তব্যটি করেছেন বিগ বসের আরেক বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে (Siddharth Shukla) নিয়ে। যদিও মণীষা বলতে তাঁরা কার উল্লেখ করেছেন, সে সম্পর্কে কোনও হদিশ কেউ দিতে পারেননি! জলঘোলা শুরু হতেই জেসমিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে তাঁরা যাঁকে নিয়ে কথা বলছেন তিনি সিদ্ধার্থ শুক্লা নন, জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে তাঁদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ!
advertisement
কিন্তু তা-ও খটকা কাটছে না! বিগ বস ওটিটি (Bigg Boss OTT) নিয়ে এখন হাওয়া বেশ গরম, সেখানে কারা যোগ দিচ্ছেন, সেই প্রতিযোগীদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ পায়নি। ফলে জেসমিন যা-ই বলুন না কেন, এখনও তাতে নেটাগরিকদের মন গলছে না, তাঁরা দুই অভিনেত্রীর সমালোচনা করেই চলেছেন! দেখা যাক, শেষ পর্যন্ত বিতর্কের জল কত দূর গড়ায়!