সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে, 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির অভিনেতা জ্যাকি বলেছেন, 'আমার ছেলে ২৫ বছর বয়স থেকেই ডেট করছে।' যদিও জ্যাকি শ্রফ একবারও ছেলে কার সঙ্গে ডেটে যান, তা নিয়ে কোনও নাম উচ্চারণ করেননি। এমনকী, টাইগার নিজের ভবিষ্যতের কোনও পরিকল্পনা করেছেন কিনা, জ্যাকি সে বিষয়েও কিছু জানেন না বলে দাবি করেছেন।
advertisement
জ্যাকি আরও বলেছেন, 'আমার ছেলে ২৫ বছর বয়স থেকে ডেট করছে এবং ওরা দারুণ বন্ধু। তবে ভবিষ্যত নিয়ে ওরা কী পরিকল্পনা করেছে তা নিয়ে আমার কোনও ধারণাই নেই। যদিও একটা জিনিস আমি জানি যে, টাইগার নিজের কাজ নিয়ে খুবই সচেতন। কেউ না, মা, বাবা, বোন বা গার্লফ্রেন্ড-- কাজের থেকে কারও গুরুত্ব বেশি না। কাজ ও ওর মাঝে কেউ আসতে পারবে না। কাজ নিয়ে এতটা সচেতনা দেখে ভালো লাগে।'
একই সাক্ষাৎকারে টাইগারে বোন কৃষ্ণা শ্রফ দাবি করেছেন, 'আমি খুবই রক্ষাকারী গোছের ভাইয়ের ক্ষেত্রে, তবে ও এখন প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর ও জানে যে কোনটা ঠিক। যতক্ষণ ও খুশি রয়েছে, ততক্ষণ ওর কাজটা ও নিজেই বেছে নেয়। আর ও খুশি থাকলেই আমরা খুশি থাকব। আমি আমার ভাইকে কোনও পরামর্শ দিতে চাই না। ও এই সব ব্যাপারে যথেষ্ট বুদ্ধি রাখে।' গত সপ্তাহেই দিশা পাটানির জন্মদিন ছিল। টাইগার, তাঁর মা ও কৃষ্ণা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দিশাকে। প্রেমিকার সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছিলেন টাইগার। টাইগারের মা আয়েশা শ্রফও দারুণ একটি আবেগঘন পোস্ট করে ভালোবাসা জানিয়েছিলেন দিশাকে।