সব ঠিকই ছিল ! আচমকাই ইনস্টাগ্রামের একটি ভিডিও সবকিছু কেমন তালগোল পাকিয়ে দিল! সোশাল মিডিয়ায় এখন জোর জল্পনা-কল্পনা -- রাখির বিয়ে কি ভেঙে যেতে বসেছে?
রহস্যর সূত্রপাৎ যে ভিডিও থেকে, সেখানে রাখির হবু স্বামী কাউকে বলছেন, ‘জানু তুম চুপ চুপকে মুঝে মিল সকতে হো জানু’? ভিডিওটি তিনি রাখিকেই ট্যাগ করেছেন এবং লিখেছেন তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। এই ভিডিও-তে এক জন মহিলাকে মা হিসাবে উল্লেখ করে তাঁর আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে দীপককে, পাশের তরুণীও নিয়েছেন আশীর্বাদ। পাশাপাশি একটি মেয়েকে তিনি 'জানু' বলেও ডেকেছেন!
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নানা মুণীর নানা মত! কেউ কেউ বলছেন, ভিডিওটি নিছকই মজা করে শুট করেছেন দীপক। অনেকে আবার বলছেন এটি নিছকই 'ড্রামা কুইন'-এর পাবলিসিটি স্টান্ট!
আরও পড়ুন-দীপবীরের রিসেপশনে এলেন না রণবীর-আলিয়া, তবে কারণ আপনি যা ভাবছেন, তা নয়...