TRENDING:

মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার

Last Updated:

আজ মুক্তি পেল, ইরানি পরিচালক মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার। প্রথম ট্রেলার ভাল সারা ফেলায় দ্বিতীয় ট্রেলার রিলিজ করার সিদ্ধান্ত নেয় ছবির প্রযোজনা সংস্থা- 'জি স্টুডিও' ও 'নম পিকচারস'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজ মুক্তি পেল, ইরানি পরিচালক মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার।
advertisement

প্রথম ট্রেলার ভাল সারা ফেলায় দ্বিতীয় ট্রেলার রিলিজ করার সিদ্ধান্ত নেয় ছবির প্রযোজনা সংস্থা- 'জি স্টুডিও' ও 'নম পিকচারস'।

আরও পড়ুন- আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফর্ম‍্যান্সের জন্য নাকী ৫ কোটি নিচ্ছেন রণবীর সিং!

দুই ভাই-বোন 'আমির' আর 'ঈশান'-এর জীবনযাপন, তাঁদের স্বপ্ন, স্বপ্নকে সত্যি করার লড়াই...রোজকার জীবনের এই নানা টানাপোড়েনকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা যায়, '' ছোটছোট ইমোশন, পরিবারের বন্ধনকে ঘিরেই এই ছবি। রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয়! ভালবাসা থেকেই গড়ে ওঠে সত্যিকারের সম্পর্ক-- এই মেসেজটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক।"

advertisement

আরও পড়ুন-বই লিখে নিজের জীবনের কথা বলবেন ক্যাটরিনা

'আমির'-এর চরিত্রে দেখা যাবে নবাগত ঈশান খট্টরকে। 'তারা'-র চরিত্রে অভিনয় করছেন মালবিকা মোহানন। এটাই মালবিকার প্রথম হিন্দি ছবি।

'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর সঙ্গীত পরিচালনা করেছেন এআর রেহমান, সিনেম্যাটোগ্রাফার অনীল মেহতা। হিন্দি ডায়ালগ লিখেছেন বিশাল ভরদ্বাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আরও পড়ুন- মুক্তি পেল, শিবপ্রসাদ, নন্দিতা'র আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক

বাংলা খবর/ খবর/বিনোদন/বলিউড/
মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার