সেই জায়গা থেকেই ইব্রাহিমের এই ফুটবল ক্লাবে যোগ দেওয়া নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। কারণ মূলত দু'টো! প্রথমটা হল পদমর্যাদার দিক থেকে। যে সংগঠনের নাম অল স্টারস ফুটবল ক্লাব, সেখানে ইব্রাহিমের জায়গা হয় কী করে? তিনি তো আর স্টার নন! আর দ্বিতীয় বিতর্কটা আমাদের এতদিনে পরিচিত- নেপোটিজম বা বলিউডের স্বজনপোষণ নীতি। দেখা যাচ্ছে যে ইব্রাহিমের এই ফুটবল ক্লাবে যোগ দেওয়া সেই বিতর্কেই আবার নতুন করে ইন্ধন জোগাল!
advertisement
তবে এই অল স্টারস ফুটবল ক্লাবের মালিক, বলিউডের খ্যাতনামা প্রযোজক বান্টি ওয়ালিয়া (Bunty Walia) এই সব বিতর্কে পাত্তা দিতে রাজি নন! তাঁর বক্তব্য- ইব্রাহিমকে এই দলে জায়গা করে দেওয়ার পিছনে যুক্তিসঙ্গত কারণ অবশ্যই রয়েছে। ইব্রাহিম এর আগেও রণবীর কাপুরের সঙ্গে ফুটবল খেলেছেন, এই ঘটনাটা ঘটেছিল গত বছরে তাঁর ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পরে। ফুটবল খেলায় তাঁর যে একটা সহজাত দক্ষতা আছে, সেটা না কি সেই সময়ে বান্টির চোখ এড়িয়ে যায়নি। তাই তাঁর অভিমত- ইব্রাহিমকে এই দলে জায়গা না দেওয়াটা প্রতিভার অপচয় হত!
যাই হোক, বলিউডের নিন্দুকেরা এই সব যুক্তিতে কান পাততে নারাজ! তাঁদের দাবি- এই ফুটবল শোয়ের মাধ্যমে আগে ইব্রাহিমকে জনপ্রিয় করে তোলা হবে দেশের মানুষের কাছে। এর পর তিনি যখন বলিউডের রুপোলি পর্দায় দেখা দেবেন, সেই জনপ্রিয়তায় ছবি হিট হয়ে যাবে, অভিনেতা হিসেবে তাঁর জায়গাও পাকা হয়ে যাবে বলিউডে। তা, সইফ তো ছেলের জন্য চিত্রনাট্য বাছা আরম্ভও করে দিয়েছেন বলে এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন- দেখা যাক পাকা খবর কবে মেলে!