TRENDING:

কী বলছেন হৃতিক ? দয়া করে হেডফোনে শুনুন

Last Updated:

ভিডিওটি শোনার সময় দয়া করে হেডফোনটি ব্যবহার করুন ৷ এমনটাই অনুরোধ করেছেন স্বয়ং হৃতিক রোশন ৷ কিন্তু কেন ? কী এমন আছে সেই ভিডিওতে ? কী কথাই বা বলছেন নায়ক ? যা শোনার জন্য হেডফোন ব্যবহার করা আবশ্যিক ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভিডিওটি শোনার সময় দয়া করে হেডফোনটি ব্যবহার করুন ৷ এমনটাই অনুরোধ করেছেন স্বয়ং হৃতিক রোশন ৷ কিন্তু কেন ? কী এমন আছে সেই ভিডিওতে ? কী কথাই বা বলছেন নায়ক ? যা শোনার জন্য হেডফোন ব্যবহার করা আবশ্যিক ?
advertisement

আরও পড়ুন: সলমনের বিরুদ্ধে কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল

গতকাল ছিল হৃতিকের বড় ছেলে রেহানের জন্মদিন ৷ সেই উপলক্ষেই একটি ভিডিও শুট করেন হৃতিক ৷ সাদা-কালোয় হৃতিকের সেই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে ভাইরাল সেটি ৷ মাত্র ১ মিনিট ২৮ সেকেণ্ডের সেই ভিডিওতে ভয় কে জয় করার যেন নতুন মন্ত্র শেখালেন তিনি ৷

advertisement

‘ডর সে মত ডর...আগে বর’ এটাই ছিল তাঁর বক্তব্যের মূল কথা ৷ টুইটারে ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, দেশের সমস্ত পুত্র, কন্যা এবং সেই শিশু যে আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে তাদের সকলের জন্য এই ভিডিও ৷

আরও পড়ুন: বিজয় মালিয়ার হ্যাট্রিক ! এয়ার হোস্টেস পিঙ্কি লালওয়ানির সঙ্গে বিয়ে করছেন 'দ্য ব্যাড বয়'

advertisement

ভিডিওতে নিজের জীবনের টুকরো ঘটনাও শেয়ার করেছেন নায়ক ৷ একটা সময় ছিল যখন লোকে বলত, ছয় আঙুল নিয়ে একটা ছেলে কখনও শিল্পী হতে পারবে না ৷ সেটাও এক ধরণের ভয় ৷ এই ভয়টাই একদিন আমাদের মধ্যে চেপে বসে ৷ জীবনের প্রতিটি বাঁকে আমাদের ভয় দেখায় ৷ বলে তুমি কিচ্ছু পারবে না ৷ কিন্তু সে কখনও লিখে দিতে পারে না এই কথা ৷ তাই আমাদের ভয়কে জয় করতে হবে ৷ তার চোখে চোখ রাখতে হবে ৷ নিজের দুর্বলতাকেই নিজের শক্তি করতে হবে ৷ তা হলে দেখবে ভয়ই একদিন তোমাকে ভয় পেতে শুরু করেছে ৷ সেখান থেকেই শুরু হবে তোমার জিত- এমটাই বললেন দুই পুত্র সন্তানের গর্বিত বাবা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কী বলছেন হৃতিক ? দয়া করে হেডফোনে শুনুন