TRENDING:

ইন্টান্যাশনাল ডান্স ডে-তে মাইকেল জ্যাকসনকে স্মরণ হৃতিকের

Last Updated:

তখন তাঁর বয়স মাত্র ৮ ৷ বেড়ে উঠছেন ফিল্মি ফ্যামিলিতে ৷ তাঁর প্রভাবও পড়েছে তাঁর ওপর ৷ কিন্তু অভিনয় নয় ৷ বরং নাচেই তিনি বেশি স্বচ্ছন্দ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তখন তাঁর বয়স মাত্র ৮ ৷ বেড়ে উঠছেন ফিল্মি ফ্যামিলিতে ৷ তাঁর প্রভাবও পড়েছে তাঁর ওপর ৷ কিন্তু অভিনয় নয় ৷ বরং নাচেই তিনি বেশি স্বচ্ছন্দ্য ৷ তাই তো এক পার্টিতে তিনি নেচে উঠলেন ৷ আর পার্টিতে উপস্থিত সবাই বাহবা দিলেন ৷ দেবেন নাই বা কেন ৷ তিনি যে হৃতিক ৷
advertisement

আরও পড়ুন শুধু অভিনয় নয়, নেচেও স্ক্রিন মাতাতে পারেন এই সব নায়িকারা

১৯৮২ ৷ সবে মাইকেল জ্যাকসনের থ্রিলারের ভিডিও মুক্তি পেয়েছ ৷ হৃতিকও মাইকেলের পাগল ফ্যান ৷ তখন থেকেই নাচকে বেছে নিয়েছেন নিজের প্রথম প্রেম হিসেবে ৷ ছোট বয়সেই রপ্ত করেছেন মাইকেলের ডান্স স্টেপ ৷ আর পার্টিতে সেই নাচই তিনি নাচছেন ৷

advertisement

Photo Courtesy: Instagram handle/Hrithik Roshan

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিনয়ী হৃতিক যদিও বলছেন যে তাঁর সেই নাচ নাকি ননসেন্স ৷ শুধুমাত্র বাবা মা-ই তাকে উৎসাহ দিয়েছেন ৷ তবে ভাল বোঝাই যাচ্ছে যে সেই বয়স থেকেই তিনি নিজেকে তৈরি করেছেন ৷ নাচকে ভালবেসে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইন্টান্যাশনাল ডান্স ডে-তে মাইকেল জ্যাকসনকে স্মরণ হৃতিকের