TRENDING:

Holi 2021: রঙে-আবীরে মাখামাখি ছোট্ট সুহানা-অনন্যা-সানায়া, ভাইরাল হল ছবি

Last Updated:

ছবিটি তাঁদের ছোটবেলার । সেই ছবিতে খুদে সুন্দরীরা সকলেই হোলির পোশাক পরে রয়েছেন । সকলেই মজে রয়েছেন হোলি পার্টিতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাবা-মায়েদের জুতোয় এ বার ধীরে ধীরে পা গলাচ্ছেন বলিউডের উঠতি নতুন প্রজন্ম । নেপোটিজম নিয়ে বিতর্ক যতই হোক না কেন, বলিপাড়ার অন্দরে এর শিকড় অনেক গভীরে । তাই স্টার কিডদের বেশিরভাগের ডেস্টিনেশনই যে সিলভার স্ক্রিনের রঙিন দুনিয়া...তা এক প্রকার সকলেরই জানা ।
advertisement

বলিউডে কাপুর সিস্টারদের গার্লস গ্যাং বহুল চর্চিত । করিনা, করিশ্মা, মালাইকা, অমৃতাদের দলটি বেশ হ্যাপেনিং । এদের সঙ্গে কখনও সখনও যোগ দেন সোনম কাপুর আর শ্রীদেবীর দুই কন্যাও । আবার এই পরিবারের হবু বৌমা আলিয়া ভাট এবং ঋষি-কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানিও রয়েছেন এই তালিকায় । অন্যদিকে, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, কিং খানের স্ত্রী গৌরি খানদের রয়েছে অন্য একটি গার্লস গ্যাং ।

advertisement

আর এখন ধীরে ধীরে প্রচারের আলোয় আসছে সুহানা-অনন্যাদের গ্যাংটিও । এই দলে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা, সঞ্জয় কাপুর-মাহিম কাপুরের মেয়ে সানায়া কাপুরও । ছোট থেকেই এরা খুব বাল বন্ধু । প্রায় সমবয়সী এই স্টার কিডদের বেড়ে ওটাও প্রায় একইসঙ্গে । তাই এদের বন্ডিংটাও খুব জোরদার ।

চার জনের এই দলের থেকে এখনও পর্যন্ত বলিউডে পুরোপুরি ভাবে এন্ট্রি নিয়েছেন একজনই । তিনি চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে । ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার ২’ দিয়ে বি-টাউনে হাতেখড়ি হয়েছিল অনন্যার । শাহরুখের মেয়ে সুহানা মঞ্চে অভিনয় করেছেন । শর্ট ফিল্মও করেছেন । তবে বলিউডে ডেবিউ হয়নি এখনও । সানায়া আর নভ্যাও পাপারাৎজিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । কিন্তু এখনও বড় পর্দায় পা রাখেননি তাঁরা । তবে খুব শীঘ্রই করণ জোহরের ধর্মা প্রডাকশনের হাত ধরে বলিটাউনে ধামাকদার ডেবিউ হতে চলেছে সানায়ার । সম্প্রতি সেই খবর সামনে এসেছে ।

advertisement

এই চার সুন্দরী কন্যার দল মাঝেমধ্যেই পার্টি করেন জমিয়ে । গার্লস আউটিং, হ্যাং আউট, শপিং, গোরাঘুরিও করেন একসঙ্গে । যে কোনও উ‍ৎসব, অনুষ্ঠানেও তাঁরা একসঙ্গে । সম্প্রতি এমনই একটি ছবিই অনন্যা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছবিটি তাঁদের ছোটবেলার । সেই ছবিতে খুদে সুন্দরীরা সকলেই হোলির পোশাক পরে রয়েছেন । সকলেই মজে রয়েছেন হোলি পার্টিতে । এই ছবি শেয়ার করে অনন্যা লিখেছেন, ‘‘হ্যাপি হোলি । এই দু’জনের সঙ্গে আমার স্মৃতিতে থাকা সেরা হোলি ছিল এটাই । মারাত্মকভাবে মিস করছি দিনগুলো । সকলে সুস্থ থেকো । ভালবাসা, আলো, রং, আনন্দ সব পাঠালাম ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সামনেই শকুন বাত্রার পরবর্তী ছবি তে কাজ করতে চলেছেন অনন্যা । ২০২০-তে শেষ তাঁকে ‘কালি পিলি’তে দেখা গিয়েছিল । সানায়া আগামী জুলাইয়ে পা রাখছেন বলিউডে । আর সুহানা নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন । ২০১৯ সালে একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ে ডেবিউ করেছিলেন তিনি । ছবিটির নাম ছিল ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Holi 2021: রঙে-আবীরে মাখামাখি ছোট্ট সুহানা-অনন্যা-সানায়া, ভাইরাল হল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল