ইউটিউবে ইতিমধ্যেই এই গানের ভিডিওর ভিউজ ছাড়িয়েছে ৩ কোটি। টি-সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে এই গানটি। গানের কথায় রয়েছে বাঙালি মেয়ের চোখের কথা। সেই চোখ নাকি প্রেমে পাগল করে দেয় যে কোনও মানুষকে। গানের কথাতেই ইঙ্গিত রয়েছে, বাঙালি মেয়েদের চোখের প্রশংসা করেছেন তিনি। তারই সঙ্গে জল্পনা ছড়িয়েছেন, তবে কি কোনও বাঙালি মেয়ে মন জয় করেছেন গুরুর?
গানটি শুনুন ও দেখুন...
গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুরও গুরু রান্ধওয়ার। ভিডিওর পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড জেনি। ইনস্টাগ্রামে গানের ভিডিওর টিজার এবং বিহাইন্ড দ্য সিনও পোস্ট করেছেন গুরু। সব পোস্টই ভাইরাল হয়েছে। নজর কেড়েছে তাঁর ফ্যানেদের। এই গান নিয়ে একদিকে যখন গুরুর ফ্যানেরা মেতে উঠেছেন, তখন গুরুর সঙ্গে ম্রুণাল ঠাকুরের নতুন গানের ভিডিও দেখার জন্যেও অধীর আগ্রহে রয়েছেন তাঁরা। যদিও সেই ভিডিও কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।
