TRENDING:

Bollywood Gossip: ফের একসঙ্গে আমির-সলমান, দম ফাটা হাসির এই সিনেমার কি তাহলে সিকুয়্যাল আসছে, আমিরের বড় বক্তব্য সামনে

Last Updated:

Bollywood Gossip: ‘চিত্রনাট্য লিখছেন সন্তোষী’, তাহলে কি সত্যি হতে চলেছে ‘আন্দাজ আপনা আপনা ২’-এর গুঞ্জন? অবশেষে নীরবতা ভাঙলেন আমির

advertisement
Bollywood Gossip: মুম্বই: বলিউডের ইতিহাসে কাল্ট ক্লাসিক ছবিগুলির তালিকায় অন্যতম হল ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ আপনা আপনা’। সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে এই ছবির সিক্যুয়েল ‘আন্দাজ আপনা আপনা ২’ নিয়ে। এবার অবশেষে সেই বিষয়ে নীরবতা ভাঙলেন স্বয়ং আমির খান। আসলে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের দুই সুপারস্টার আমির খান এবং সলমন খান। আবার তাঁদের সেই দুর্ধর্ষ জুটিকে পর্দায় চাক্ষুষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরাও। ফলে এই ছবির সিক্যুয়েল ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। কিন্তু সেই ছবি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা স্পষ্ট করে দিলেন আমির।
ফের কি এক ফ্রেমে আমির- সলমান!
ফের কি এক ফ্রেমে আমির- সলমান!
advertisement

Bollywood Hungama-র সঙ্গে একটি সাম্প্রতিক আলাপচারিতায় আমির বলেন যে, পরিচালক রাজকুমার সন্তোষী আসলেই চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। কিন্তু এই প্রজেক্টটি আপাতত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিনেতা জোর দিয়ে এ-ও বলেন যে, যদি তাঁর এবং সলমন দু’জনেরই ছবির গল্পটি ভাল লাগে, তাহলেই তাঁরা এগোবেন।

advertisement

আন্দাজ আপনা আপনা ২ -র সিক্যুয়াল হচ্ছে কি?

আমিরের কথায়, “আমি সত্যিই বিশ্বাস করি যে, চিত্রনাট্যগুলির স্বাভাবিক ছন্দেই বেরিয়ে আসা উচিত। তাই ‘আন্দাজ আপনা আপনা ২’-এর একটি ভার্সনের উপর কাজ করছেন রাজ সন্তোষী। কিন্তু এটা যে তৈরি হচ্ছে, সেটা এত আগে আমার পক্ষে বলা মুশকিল! কারণ যতক্ষণ না চিত্রনাট্য প্রস্তুত হচ্ছে কিংবা আমার ও সলমনের পছন্দ হচ্ছে এবং আমরা হ্যাঁ বলছি, ততক্ষণ পর্যন্ত ছবিটি সবুজ সঙ্কেত পাবে না। তাই এই মুহূর্তে ছবিটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু আশা রাখছি যে, উনি দুর্দান্ত একটা চিত্রনাট্য নিয়ে আসবেন। এটাই আমাদের আশা।”

advertisement

আরও পড়ুন – বাংলা ওপর নাছোড় নিম্নচাপ, কালো মেঘ, ঝেঁপে বৃষ্টি, ফের বইবে হু হু করে ঝোড়ো হাওয়া, রইল লেটেস্ট ওয়েদার আপডেট

চলতি বছরের গোড়ার দিকে এই সিক্যুয়েল নিয়ে বক্তব্য রেখেছিলেন আমির নিজেই। তবে তাঁর সেই মন্তব্য ছবির আসল প্রযোজক প্রয়াত বিনয় কুমার সিনহার সন্তানদের মনে এক উদ্বেগের জন্ম দিয়েছিল। তাঁরা দাবি করেন যে, আসল ‘আন্দাজ আপনা আপনা’ ছবির প্রযোজক কখনওই আমির ছিলেন না। এমনকী স্পষ্ট ভাবে এ-ও জানান যে, তাঁরা আমির কিংবা রাজকুমার সন্তোষীর কাছে এর স্বত্ত্ব বিক্রি করবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রযোজকের সন্তানরা বলেন যে, “আমির কখনওই ওই ছবির প্রযোজক ছিলেন না। তিনি অভিনেতা ছিলেন মাত্র। আমরা কখনওই আমির কিংবা রাজকুমার সন্তোষীর কাছে স্বত্ত্ব বিক্রি করব না। হ্যাঁ, আমির বলেছেন যে, রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা ২’ লিখছেন। আর আমরা এটা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। কিন্তু আমি এটা বলতে চাই যে, আমাদের বাবার জীবৎকালে দীর্ঘ সময় ধরে রাজজি এবং বাবার কথাবার্তা হত এবং তাঁরা সিক্যুয়েল নিয়ে কথা বলতেন।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: ফের একসঙ্গে আমির-সলমান, দম ফাটা হাসির এই সিনেমার কি তাহলে সিকুয়্যাল আসছে, আমিরের বড় বক্তব্য সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল