নেটিজেনদের তির্যক মন্তব্য, কেন নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও তিনি গণেশ চতুর্থীর জন্য শুভেচ্ছা জানালেন। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মীর শুধু একটি গণেশ মূর্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "শুভ হোক। সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া।"
advertisement
সেই পোস্টের তলায় কেউ কমেন্ট করেছেন, "জাস্ট মনে করুন, উনার নাম মীর চক্রবর্তী, নয়তো মীর ঘোষ। এটা মনে করে, সরে যান। প্রত্যেকের কর্মফল দুনিয়ায় ও পরজীবনে সে অবশ্যই পাবে।" আর একজন লিখছেন, "নামটা চেইঞ্জ করে ফেলেন দাদা। নামের অপমান করছেন তো।" এই ধরনেরই বহু তির্যক কথা বলা হয়েছে মীরকে। কিন্তু সেসবে কান দেননি মীর। তিনি আগেও যে কোনও ধর্মেরই উৎসবে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। নিজে যে সম্প্রীতিতে বিশ্বাস করেন সেই বার্তাই দিয়ে এসেছেন বার বার।
আরও পড়ুন- ১০ দিন গণেশকে এই ১০ রকমের মিষ্টি দিন! সিদ্ধিলাভ হবে, দূর হবে সমস্যা
তবে সবাই যে তাঁকে ট্রোল করেছেন এমন নয়। তাঁর অনুরাগীরা ধর্ম নির্বিশেষে তাঁর সমর্থনেও কথা বলেছেন। একজন লিখছেন, "মানবতা সেরা ধর্ম। মীরদা সেইটা পালন করে।"আর একজন লিখছেন, "স্রষ্টার প্রতিনিধিগণ একই সূত্রে মানবতা ও মুক্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন। মানবতার জয় হোক।"
আরও পড়ুন- নবাব পরিবারের গণেশ পুজো, হাত জোর করে তৈমুর বলছে গণপতি বাপ্পা...
তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার অন্য ধর্মের উৎসবে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হয়েছেন মীর। নানা রকমের সমালোচনার মুখে পড়তে হয়েছে স্রেফ একটি শুভেচ্ছা বার্তার জন্য। এমনকি হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এবারও ব্যতিক্রম হল না। তবে এবারও গুরুত্ব দেননি মীর আফসর আলি।