TRENDING:

জঙ্গি দমন করতে এবার মাঠে নামছেন অক্ষয় কুমার!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অক্ষয় কুমার পুলিশ অফিসার আগেও হয়েছেন। তবে এবার গুলির বদলে পাল্টা গুলি মারবেন তিনি। কোনও রকম মায়া দয়া দেখাবেন না। সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বার পর এবার সূর্যবংশী। আরও একটি ধামাকাদার ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক রোহিত শেঠি। যেখানে পুলিস অফিসার সূর্যবংশীর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবির পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে একটি গুলির পরিবর্তে আরও একটি গুলি। যা থেকেই বেশ বোঝা যাচ্ছে একেবারে অন্য রকম চরিত্রে দেখা যাবে তাঁকে!
advertisement

এই ছবিতে জঙ্গি দমন শাখার প্রধান হিসাবে অভিনয় করবেন তিনি। আগামী বছর ইদে মুক্তি পাবে ছবিটি। 'সিম্বা'তে র‍ণবীর সিংকে যেভাবে দেখানো হয়েছে তার থেকেও দামাল চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। তবে সিম্বার থেকেও সূর্যবংশী ছবিটি আরও বেশি মশালাদার হিসাবে তৈরি করা হবে বলে জানিয়েছেন রোহিত শেঠি। আর ছবিতে যে স্টান্ট গুলো দেখানো হবে সব অক্ষয় নিজেই করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
জঙ্গি দমন করতে এবার মাঠে নামছেন অক্ষয় কুমার!