advertisement
ফারহানের এই ট্যুইট সামনে আসতেই নেটিজেনরা তাঁকে সমর্থন করেন। এবং অনেকেই তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একজন ইউজার তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, 'যে ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার কালোবাজারি হচ্ছে এবং অসহায় মানুষজন তাতে শিকার হচ্ছে, আমিও তাদের মধ্যে একজন।' অন্য আরেকজন ইউজার লেখেন প্লাজমা দান থেকে শুরু করে শ্মশানের মৃতদেহ দাহ, এমনকি অ্যাম্বুল্যান্স পরিষেবাও অত্যধিক পয়সা চাইছে। অনেকে বলেছেন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই ধরনের দুর্নীতিযুক্ত মানুষগুলোকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
এর আগে অভিনেতা আর মাধবন (R Madhavan) একই বিষয় নিয়ে ট্যুইট করেছিলেন এবং একজন অভিযুক্ত ব্যক্তিকে সামনে এনেছিলেন যিনি রেমডিসিভির (Remdesivir) বিক্রির ব়্যাকেট চালাচ্ছেন।
বেশ কিছু সিনেমা মুক্তি পাবে অভিনেতা ফারহান আখতারের। তিনি মার্ভেল স্টুডিওর (Marvel Studio) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিছু দিন আগেই ব্যাংককে শ্যুটিং শেষ করেছেন। এছাড়াও তাঁকে তুফান (Toofaan) ছবিতে বক্সারের ভূমিকায় দেখা যাবে। রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani), রাকেশ ওম প্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra) এবং ফারহান আখতার (Farhan Akhtar) প্রযোজিত স্পোর্টস ড্রামা তুফানের (Toofaan) ২১ মে আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তে মুক্তি পাওয়ার কথা রয়েছে।