কিন্তু গোর্খার পোস্টার মুক্তির পরই ধরা পড়েছে, সেই পোস্টারে রয়েছে বড়সড় ভুল (Akshay Kumar Gorkha Poster)। সোশ্যাল মিডিয়ায় গোর্খার পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই ট্যুইটেই ভুল ধরিয়ে দিয়েছেন এক প্রাক্তন গোর্খা অফিসার। মেজর মানিক এম জলির পোস্টারে প্রকাশিত 'খুকরি'-এর ছবিতে খানিক ভুল চোখে পড়ে। তিনি বলেন খুকরি-এর ধারালো দিকটা সঠিক নেই। অক্ষয়ও মন দিয়ে মেজর মানিকের বক্তব্য পড়েছেন এবং সেটি সঠিক করার কথা দিয়েছেন।
advertisement
মেজর মানিক এম জলি ট্যুইটে লিখেছেন, 'প্রিয় অক্ষয় কুমার, একজন প্রাক্তন গোর্খা অফিসার হিসেবে, এই ছবিটা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও খুঁটিনাটি সঠিক হওয়া প্রয়োজন। দয়া করে খুকরিটা ঠিক করে নিন। ধারালো দিকটা অপর দিকে থাকে। এটা তো তরোয়াল নয়। ব্লেডের ভিতর দিক থেকে বেরোয় খুকরি।' তারই সঙ্গে খুকরির একটি ছবিও পোস্ট করে দেন মেজর মানিক, যাতে খুকরির সঠিক দিক চিনতে সুবিধে হয় অক্ষয় ও নির্মাতাদের।
এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য পাল্টা ধন্যবাদ জানিয়ে জবাব দেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, 'প্রিয় মেজর জলি, এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শ্যুটিংয়ের সময় খেয়াল রাখব। আমি গোর্খা তৈরি করতে পেরে খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। এটাকে সত্যের কাছাকাছি পৌঁছে দিতে যে কোনও সাজেশনই সাগ্রহে গৃহীত হবে।' ভারতীয় সেনার মেজর জেনারেল ইয়ান কার্ডোজো। প্রাক্তন এই সেনা অফিসার 'কার্তুজ সাহিব' নামে পরিচিত। তাঁর দুঃসাহসিক কীর্তি এবং কর্মজীবনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। ছবির পরিচালনায় সঞ্জয় চৌহান। ২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।
আরও পড়ুন: কখনও জিমি জিমি, কখনও জানু মেরি জান! জিমের ভিতর হৃত্বিকের কাণ্ড ভাইরাল...