আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শনিবার আটক করা হয় শাহরুখ পুত্রকে। এর পরে ১৬ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে ও তাঁর ৮ জন সঙ্গীকে। ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজ থেকে। সোমবার আরিয়ানকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার পরেই তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে জামিনের আবেদন করেন। কিন্তু সেই জামিন করেনি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই।
advertisement
আরও পড়ুন- বিয়ে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা! গায়িকার প্রশ্নে মুখ খুললেন সলমন
প্রথমে গ্রেফতারের পরে শোনা যাচ্ছিল যে, একদিনের জন্যই হেফাজতে রাখা হবে আরিয়ানকে (Aryan Khan)। কিন্তু না। আগামী ৭ অক্টোবর পর্যন্ত থাকতে হবে তাঁকে এনসিবি (NCB) হেফাজতে। বলা হয়েছে, তদন্তের স্বার্থে আরিয়ানকে (Aryan Khan) হেফাজত রাখা প্রয়োজন আছে। এছাড়া আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। আরিয়ানের সঙ্গে যাঁরা ধৃত তাঁরা হলেন, নুপূর সাতিজা, ইশমিত সিং চড্ডা, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া এবং বিক্রান্ত ছোকার। জিজ্ঞাসাবাদের সময়ে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। তবে তিনি জানান এর আগে মাদক তিনি নেননি।
আরও পড়ুন- সিকিউরিটি গার্ডকে 'অসম্মান'! করিনাকে অহংকারী বলে কটাক্ষ নেটিজেনদের
প্রসঙ্গত, ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিন্দেকে ঠিক করেছেন শাহরুখই। শাহরুখ এমন বিপাকে পড়েছেন দেখে রবিবার মধ্যরাতে শাহরুখ খানের বাড়ি মন্নতে (Shah Rukh's house Mannat) যান সলমন খান (Salman Khan)। এছাড়াও বলিউড থেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের সুনীল শেট্টি, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তি সহ আরও কয়েকজন তারকা।