৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। হাসপাতালে পালমোনলজিস্ট জলিল পারকরের চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনিই প্রথন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। সেই খবরটি সায়রা বানুর কাছে পৌঁছতে তিনি কী বলেন, তা সংবাদমাধ্যমের কাছে জানান এই চিকিৎসকই। সায়রা বানু বলেন, আমার বেঁচে থাকার কারণটাই ছিনিয়ে নিলে ঈশ্বর! সাহাবকে ছাড়া আমি কোনও কিছু নিয়েই ভাবতে পারব না। সবাই প্রার্থনা করবেন।
advertisement
করোনা মহামারীর মধ্যে তাঁকে খুবই সাবধানে রাখা হয়েছিল। যদিও এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষে গত মঙ্গলবার ফের শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিলেও শেষ পর্যন্ত ৯৮ বছরেই থামল তাঁর জীবন যাত্রা। তাঁর শরীর স্বাস্থ্য কেমন আছে তা নিয়ে মানুষকে খবরাখবর দিতেন স্ত্রী সায়রা বানুই।
তিনি শেষ টুইট করেছিলেন, "দিলীপ কুমার সাব ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। তাঁকে এখনও ICU-তেই রেখে চিকিৎসা চলছে। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই তাড়াতাড়ি, তবে চিকিৎসকরা কী পরামর্শ দেন, তার অপেক্ষায় রয়েছি। অনুরাগীদের সকলের প্রার্থনা কামনা করছি। আমরা খুব তাড়াতাড়ি ফিরব।"