এ মাসের শুরুর দিকে, দু'সপ্তাহ আগেই এই হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন তিনি। ফের অসুস্থ হওয়ায় এবার তাঁকে আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল রাতে দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং প্রথমেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়। সূত্রের খবর, একটি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
advertisement
সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ার জেরেই হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে। তাঁর বয়সের কথা মাথায় রেখে সোজা তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। আইসিই-তে সর্বক্ষণ ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।
গত ৬ জুন দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবারও শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল তাঁর। বুকে চাপ ধরার সমস্যারও চিকিৎসা করা হয়েছিল। গত ১১ জুন বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। অভিনেতার ফের অসুস্থতার খবরে মন খারাপ তাঁর ভক্তদের।