TRENDING:

‘ছপকের শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই প্যানিক অ্যাটাক হল আমার’, ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করলেন দীপিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আগামিকাল মুক্তি পেতে চলেছে এ বছরের অন্যতম সাড়া জাগানো ছবি ‘ছপক’ ৷ অ্যাসিড অ্যাটাক সারভাইভাল লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবির মুক্তি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে ৷
advertisement

গতকাল ছিল ছবির প্রিমিয়ার ৷ ‘ছপক’-এর স্ক্রিনিংয়ের পরেই দীপিকার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা ৷ কেউ কেউ বলছেন, ‘বাজিরাও মস্তানি’ বা ‘পদ্মাবৎ’-এর মতো ঐতিহাসিক চরিত্রের পর ‘মালতী’র মতো ঠিক এমন একটা চরিত্রই দরকার ছিল দীপিকার জন্য ৷ কেউ বলছেন, ‘এটাই দীপিকার বেস্ট ৷’ কেউ বলছেন, ‘এই যুগে দাঁড়িয়ে ছপক মাইলস্টোন ছবি ৷’

advertisement

কিন্তু যাঁকে নিয়ে এত কথা সেই দীপিকা কী বলছেন ৷ খোদ নায়িকা বলছেন, ছবির শ্যুটিং শুরু হওয়ার পর তিনি ভেবেছিলেন এই অভিনয় তিনি করতে পারবেন না ৷ সম্প্রতি বম্বে টাইমসে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন পর্দার ‘মালতী ৷ সেখানেই নায়িকা জানিয়েছেন, চরিত্রটি করা এতটাই শক্ত ছিল যে তিনি মাঝপথেই তা ছেড়ে দিতে চেয়েছিলেন ৷ ওই সাক্ষাৎকারে দীপিকা জানান, ‘‘দ্বিতীয় দিন শ্যুটে আমার প্যানিক অ্যাটাক হয় ৷ মনের উপর এতটাই চাপ পড়েছিল ৷ মালতীর মেকআপ নেওয়ার পর আমি ঘামতে শুরু করি ৷ বুঝতে পারি আমার পা দিয়ে রক্ত ঝরছে ৷ নিজে অনুভব করছিলাম, লক্ষ্মী আর ওঁর মতো মেয়েরা কতটা কষ্ট সহ্য করেছে ৷ বহুকষ্টে আবার নিজেকে বোঝাই ৷ ওঁদের মনের জোর দেখেই নিজেকে আবার অনুপ্রাণিত করেছিলাম ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ছপকের শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই প্যানিক অ্যাটাক হল আমার’, ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করলেন দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল