TRENDING:

চুম্বন বিতর্কে কোণঠাসা পাপন ! ছাড়লেন রিয়ালিটি শো

Last Updated:

চুম্বন বিতর্কের জেরে রিয়ালিটি শো-ই শেষপর্যন্ত ছেড়ে দিলেন গায়ক পাপন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চুম্বন বিতর্কের জেরে রিয়ালিটি শো-ই শেষপর্যন্ত ছেড়ে দিলেন গায়ক পাপন। শনিবার সকালেই শো-ছাড়ার কথা জানিয়ে রিয়ালিটি শো-কর্তৃপক্ষকে চিঠি দেন পাপন। ওই শো’তে আর বিচারক থাকছেন না পাপন ৷ চিঠিতে তিনি লেখেন, ‘‘ বিচারব্যবস্থায় আস্থা আছে, সত্য প্রকাশ্যে আসবেই ৷ আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ৷ ’’ তবে শো-ছাড়লেও চুম্বন বিতর্ক থামছে না।
advertisement

ফেসবুক লাইভে প্রতিযোগীকে চুম্বনের অভিযোগ ওঠে। গতকালের পর আজ শনিবার গায়কের বিরুদ্ধে দিসপুর থানাতেও এফআইআর দায়ের করে স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি।

পকসো আইনে এনসিপিসিআর-এ অভিযোগ দায়ের হয়েছে পাপনের বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে শুনানির জন্য তলব করতে পারে শিশু সুরক্ষা কমিশন। মামলা দায়েরের হুমকি অভিনেত্রী রবীনা টান্ডনেরও। শনিবার অবশ্য পাপনকে স্বস্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে সেই নাবালিকা।

advertisement

পাপন বাবার মতোই স্নেহ করে তাকে চুমু খান বলে দাবি নাবালিকার। নতুন একটি বিবৃতিতে নাবালিকার বাবার দাবি, অকারণে পাপনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
চুম্বন বিতর্কে কোণঠাসা পাপন ! ছাড়লেন রিয়ালিটি শো