তবে শনিবার বি-টাউনে জোর গুঞ্জন শুরু হয়েছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভেনু ও সময় নিয়ে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এ বছরের শেষে ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। এবং সেই বিয়ের আসর গ্র্যান্ড ভাবে বসতে চলেছে রাজস্থানের উদয়পুরে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ভেনুতেই নাকি বড়সড় পার্টি করে বিয়ে করতে চলেছেন ভিকি ও ক্যাট সুন্দরী।
advertisement
২০১৯ সালে অনিল কাপুরের বাড়িতে দিওয়ালির পার্টির পর থেকে একসঙ্গে বেরিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেই থেকেই তাঁদের প্রেমপর্বের শুরু বলে মনে করা হয়। এর পর একাধিক বার একে অপরের বাড়িতে গিয়ে সময় কাটানো এবং একসঙ্গে বেরনোর ছবি পাপারাৎজিরা শিকার করেছেন। যদিও প্রেম বা ডেটিং নিয়ে এখনও কেউ মুখ খোলেননি।
আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকি কি গোপনে বাগদান সারলেন? সলমনকে কী বলছেন নেটিজেনরা
কিছুদিন আগে হর্ষবর্ধন কাপুর ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে মন্তব্য করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন। একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, 'হ্যাঁ, ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে রয়েছে। এটা সত্যি। এটা বলে কি আমি খুব বিপদে পড়তে চলেছি? এবং আমার মনে হয় এই সম্পর্ক নিয়ে ওরা খুবই খোলামেলা।' যদিও এখনও সর্বসমক্ষে প্রেম কেউই স্বীকার করেননি।