গত ৯ তারিখ লন্ডন থেকে ফিরেছিলেন কণিকা৷ ২০ মার্চ তিনিই টুইট করে জানান যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এর পরেই কণিকার বিরুদ্ধে বিদেশ থেকে ফেরার তথ্য গোপনের অভিযোগ ওঠে৷ বিদেশ থেকে ফিরে নিজেকে আইসোলেশনে না রেখে তিনি হোলি-র পার্টিতেও যোগ দেন বলে অভিযোগ৷ যদিও কণিকার দাবি ছিল, তিনি যখন ভারতে ফেরেন তখন আইসোলেশনে থাকার নিয়ম চালু হয়নি৷
advertisement
করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই লখনউয়ের পিজিআই হাসপাতালে ভর্তি ছিলেন কণিকা৷ প্রতি আটচল্লিশ ঘণ্টা অন্তর কণিকার নমুনা পরীক্ষা করা হচ্ছিল৷ এ ভাবে প্রথম চারটি নমুনা পরীক্ষার ফল পজিটিভই এসেছিল৷ ফলে কিছুটা ভেঙে পড়েছিলেন কণিকা৷ যদিও হাসপাতালের চিকিৎসকরা প্রথম থেকেই দাবি করছিলেন, খুব শিগগিরই কণিকা সুস্থ হয়ে উঠবেন৷
শেষ পর্যন্ত তাঁর সর্বশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে৷ করোনা চিকিৎসার নিয়ম অনুযায়ী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আরও একবার কণিকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ সেই রিপোর্টও নেগেটিভ এলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন গায়িকা৷