TRENDING:

'' আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক'' বিস্ফোরক স্বরা ভাস্কর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  কয়েক মাস আগে বলিটাউন উত্তাল হয়ে উঠেছিল #Meetoo ঝড়ে ! শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। নানা পাটেকর সহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর আরও অনেক তারকা নিজেদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে জানিয়েছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল স্বরা ভাস্করের নাম।
advertisement

স্বরা জানিয়েছেন, বহু বছর আগে এক পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তা সে সময় বুঝতেই পারেননি!

স্বরার ভাষায়, বিষয়টা বুঝতে আমার ছয় থেকে আট বছর সময় লেগেছিল। সে সময় কোনও একটা আলোচনায় আমি অন্য কাউকে তাঁর হেনস্থার কথা বলতে শুনেছিলাম। তখন আমি ভেবেছিলাম, কাজের জায়গায় আমার সঙ্গে যেটা হয়েছিল তা হলে সেটাও তো যৌন হেনস্থা! আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক।

advertisement

স্বরা বোঝাতে চেয়েছেন, সে সময় তাঁর বয়স কম ছিল। অনভিজ্ঞতার কারণেই খারাপ আচরণের মানে বুঝতে পারেননি! তাঁর স্বীকারোক্তি, ‘‘এখনও আমরা বাচ্চা মেয়েদের বোঝাই না, খারাপ আচরণের মানেটা কী। তারা হয়ত শুধু অস্বস্তিটা বোঝে, যেমন আমারও অস্বস্তি হয়েছিল’’ তবে সেই পরিচালকের নাম প্রকাশ করেননি নায়িকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'' আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক'' বিস্ফোরক স্বরা ভাস্কর