ভিডিওয় বিপাশা সবাইকে লকডাউন উপভোগ্য করে তোলার টিপস দিয়েছেন! দেখা যাচ্ছে যে একটা দড়ির বিছানায় একসঙ্গে শুয়ে রয়েছেন তিনি আর করণ। করণের হাত খেলা করে চলেছে প্রিয়তমা পত্নীর চিবুক নিয়ে। বিপাশার চোখ আধোবোজা, মুখে আনন্দের আশ্লেষের রোমাঞ্চ। তবে এই ভিডিওটি কোথায় তোলা হয়েছে, সেই বিষয়ে নায়িকা কিছু জানানোর প্রয়োজন বোধ করেননি!
advertisement
অবশ্য বিপাশা একা নন, মনের মানুষের সঙ্গে লকডাউনে শারীরিক অন্তরঙ্গতায় মেতেছেন বলিউডের অনেকেই। কেউ সেটার জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়া মারফত, কেউ বা আবার ব্যাপারটাকে রেখেছেন একেবারে ব্যক্তিগত করে। যাঁরা জানান দিচ্ছেন অহরহ, তাঁদের তালিকায় বিপাশার সঙ্গে নাম থাকবে আমির খানের (Aamir Khan) মেয়ে ইরা খানেরও (Ira Khan)। সপ্তাহ কয়েক আগে Instagram Story মারফত শেয়ার করা এক ছবিতে ইরা আর তাঁর বয়ফ্রেন্ড নূপুর শিখারেকে (Nupur Shikhare) দেখা গিয়েছে বেশ ঘনিষ্ঠ অবস্থায়, চুম্বনের আগের মুহূর্তে সামান্য বিরতি নিয়ে যেন পরস্পরের চোখে নিজেদের খুঁজছেন তাঁরা। ইরা লিখেছেন- তাঁরা এবার একসঙ্গে লকডাউন উদযাপনের জন্য তৈরি!
তবে বিপাশা শুধুই করোনাকালে নিজের সুখের মুহূর্তের ছবি শেয়ার করছেন না। তিনি একজন দায়িত্ববান নাগরিকও। তিনি জানেন যে তাঁর ফ্যান ফলোয়িং বিশাল, কাজেই সেই সুযোগ কাজে লাগিয়ে জনতাকে সচেতন করার চেষ্টাও প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন নায়িকা। পোস্ট করছেন অভিজ্ঞ ডাক্তারদের মতামত, যাতে মানুষ নিজেদের মতো করে বিপদ এড়াতে সক্রিয় থাকতে পারে!