এই সপ্তাহের শুরুতেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের কবলে পড়েছিলেন নিক্কি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এদিন নিক্কি যোগ করেছেন, 'শেষ কয়েকদিন ধরে যাঁদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাঁদের অনুরোধ করছি করোনা পরীক্ষা করানোর জন্য। আমি আপনাদের সবার ভলোবাসা ও সহযোগিতা কামনা করছি। দয়া করে সতর্ক থাকুন, মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন নিয়মিত। এবং করোনাবিধি মেনে দূরত্ব বজায় রাখুন।'
advertisement
কয়েকদিন আগেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল নিক্কিকে। চণ্ডীগড়ে একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের জন্য যাচ্ছিলেন তিনি। সেই সময় পাপারাৎজিদের আবদারে পোজ দিয়ে ছবিও তোলেন অভিনেত্রী। তেলগু ছবি 'ছিকাটি গাদিলো ছিটাকোতোদু'-তে ২০১৯ সালে মডেল নিক্কির অভিনয় জগতে প্রবেশ। এর পর তেলগু থ্রিলার ছবি 'থিপ্পারা মিসাম' ও রাঘবা লরেন্সের 'কাঞ্চনা ৩'-এ অভিনয় করেছিলেন তিনি। বিগ বস ১৪-এ ফাইনাল অবধিও পৌঁছেছিলেন তিনি।
কয়েকদিন আগেই বলিউডে আরও বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই রণবীর কাপুরও করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন। গত বছরেও বহু বলিউজড সেলেব আক্রান্ত হয়েছিলেন কোভিড ১৯-এ। তালিকায় নাম রয়েছে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা-সহ ঐশ্বর্য রাই বচ্চন। এছাড়াও অর্জুন কাপুর, মালাইকা অরোরা, কৃতী শ্যানন, বরুণ ধাওয়ান, জেনেলিয়া ডিসুজা, রামচরণ ও এস এস রাজামৌলিও আক্রান্ত হয়েছিলেন করোনায়। সম্প্রতি আক্রান্ত হয়েছেন মনোজ বাজপেয়ী, তারা সুতারিয়া, সিদ্ধান্ত চতুর্বেদীও।