ট্যুইটারে ভূষণ কুমারের তরফে লেখা হয়েছে, 'ভূষণ কুমারের টি-সিরিজ সরোজ খানের বায়োপিকের কথা ঘোষণা করছে। সরোজ খানের সন্তান রাজু খান, সুকেনা খান ও হিনা খানের সঙ্গে কথা বলে এই অনুমতি নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জানানো হবে।' ভক্তদের উদ্দেশ্যেও টি-সিরিজ জানিয়েছে, 'আমরা খুবই খুশি এমন প্রখ্যাত কোরিওগ্রাফারের জীবন কাহিনি তুলে ধরার সিদ্ধান্ত নিয়ে'। গত বছরই শ্বাসকষ্ট নিয়ে ৩ জুলাই মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল সরোজ খানকে। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
advertisement
সরোজ খানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১। বলিউডে শেষ 'কলঙ্ক' ছবিতে মাধুরী দীক্ষিতের 'তবহা হো গয়ে' গানের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডের আইকনিক কিছু গানের নাচের স্রষ্টা তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল হাওয়া হাওয়াই, এক দো তিন, তম্মা তম্মা, ধক ধক করনে লাগা। জব উই মেটের ইয়ে ইশক, দেবদাসের ডোলা রে এবং তামিল ছবি শ্রীনঙ্গরমের সব গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।