নেটিজেনের একাংশের বক্তব্য, বেল বটম ট্রেলারে প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্তকে ইন্দিরা গান্ধির রূপে একেবারেই চেনা যাচ্ছে না। অনেকেই আবার লিখেছেন, ইন্দিরার বেশে এখনও পর্যন্ত সেরার সেরা সাজ লারা দত্তর। ছবি দেখার আকর্ষণ আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কেউ কেউ আবার মেক-আপ আর্টিস্টকে জাতীয় পুরস্কার দেওয়ার দাবিও তুলে ফেলেছেন।
করোনাভাইরাসের অতিমারিকালে প্রথম লকডাউন ওঠার পর এই ছবির শ্যুটিং করতেই প্রথম বলিউডের 'বেল বটম' (Bell Bottom Trailer) গিয়েছিল বিদেশের মাটিতে। মঙ্গলবার দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করেছেন ছবির নায়ক অক্ষয় কুমার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত ও বাণী কাপুরকে। রয়েছে হুমা কুরেশিও। আগামী ১৯ অগস্ট থ্রি ডি-তে বড় পর্দায় মুক্তি পাবে 'বেল বটম'।
আরও পড়ুন: 'বেল বটম' অক্ষয় কুমার ম্যাজিক ফেরাচ্ছেন বড় পর্দায়, টান টান ট্রেলার দেখুন
ভারতে বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'বেল বটম'-এর প্লট। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে র'এজেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে অক্ষয়কে। দেশকে রক্ষার জন্য তাঁর উপরই ভরসা করছেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেই মতো মিশন তৈরি করছেন 'বেল বটম'। ১৯৮৪ সালের পটভূমিতে প্লেন হাইজ্যাক নিয়েই টান টান গল্প বুনেছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় নিজেও ছবির ট্রেলার শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'বেল বটম ট্রেলার ফের একবার বড় পর্দায় ছবি দেখার ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছে।'