TRENDING:

কালবৈশাখী ঝড় দেখে কলকাতার প্রেমে পড়েছিলেন আয়ুষ্মান খুরানা ! শেয়ার করলেন অভিজ্ঞতা !

Last Updated:

তিন বছর আগে কালবৈশাখী ঝড় দেখে কলকাতার প্রেমে পড়েছিলেন আয়ুষ্মান ! ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যশ রাজ ফিল্মসের ছবি 'মেরি প্যায়ারি বিন্দু'। রিলিজ করেছিল তিন বছর আগে ২০১৬ সালে। এই ছবিতে আয়ুষ্মান খুরানা বাঙালি লেখকের চরিত্রে অভিনয় করেছিলেন। নাম ছিল অভিমান্য বুবলা রায়। এই সিনেমার একটি ছবি পোস্ট করে নস্টালজিক হয়ে পড়লেন আয়ুষ্মান।
advertisement

পরিনীতি চোপড়া এই ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মানের বিপরীতে। এই ছবির শ্যুটিং অনেকটা হয়েছিল কলকাতাতে। সেন্ট জেভিয়ার্স কলেজেও হয়েছিল শ্যুটিং। আয়ুষ্মান ছবি শেয়ার করে লিখলেন, "অভিমান্য বুবলা রায় একদম আমার মতো। সে পুরনো গান শুনতে ভালবাসে। লেকদের লেখায় ডুব দিয়ে কাটিয়ে দিতে পারে দিন। যদিও বক্স-অফিস এই ছবির কদর বোঝেনি। তবে এই ছবিটা সেন্ট জেভিয়ার্স কলেজে তোলা। ২০১৬ সালে। এই সময় জীবনে প্রথমবার আমি কালবৈশাখী ঝড় দেখি কলকাতায়। সেই থেকে আমি কলকাতার প্রেমে পড়ে গিয়েছি। দেখতে দেখতে তিন বছর হয়ে গেল।" নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কলকাতার কথা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কালবৈশাখী ঝড় দেখে কলকাতার প্রেমে পড়েছিলেন আয়ুষ্মান খুরানা ! শেয়ার করলেন অভিজ্ঞতা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল