TRENDING:

ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্ত ছিলেন বাজপেয়ী, ‘সীতা অউর গীতা’ দেখেছিলেন ২৫ বার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কবিতা হারাল কবিকে। ভারতীয় রাজনীতি হারাল ভীষ্মকে। বিজেপি হারাল তাদের একসময়ের বিকাশ পুরুষকে। দেশ হারাল এক ভারতরত্নকে। অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে উঠে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য ৷
advertisement

শুধু রসকষহীন রাজনীতিই নয়, বলিউডি সিনেমার বিশেষ গুণগ্রাহী ছিলেন অটলজী ৷ গোটা দেশের মতো ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্তের তালিকায় ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীও ৷ হেমা মালিনীর অভিনয় অটলজীর এত পছন্দ ছিল যে, তাঁর অভিনীত ‘সীতা অওর গীতা’ তিনি ২৫ বারেরও বেশি দেখেছিলেন ৷

এই তথ্য সামনে এনেছেন খোদ হেমা মালিনী ৷ ড্রিম গার্ল হেমা মালিনী বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংসদ ৷ অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকার্ত অভিনেত্রী সাংসদের স্মৃতিচারণে উঠে এসেছে এমন অনেক টুকরো টুকরো অজানা তথ্য ৷ হেমাজি জানিয়েছেন, প্রথমবার বাজপেয়ীজীর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের আগে ভীষণ নার্ভাস ছিলেন তিনি ৷ কিন্তু দেখা হওয়ার পর অটলজীর আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান অভিনেত্রী ৷ তাঁর কাছে অন্যতম সেরা মুহূর্ত যখন বাজপেয়ীজি জানান, তিনি হেমার অভিনীত ‘সীতা অওর গীতা’ ২৫ বারেরও বেশি দেখেছেন ৷

advertisement

আরও পড়ুন 

শেষ যাত্রায় বাজপেয়ী, শ্রদ্ধা জানাতে আসা স্বামী অগ্নিবেশকে বেধড়ক মারধর

১৯৭২ সালে রিলিজ হওয়া এই সিনেমায় রমেশ সিপ্পির নির্দেশনায় ডবল রোলে দেখা গিয়েছিল ৭০ দশকের বলিউডি ডিভা হেমা মালিনীকে ৷ দুই হিরোর চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র ও সঞ্জীব কুমার ৷ ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ও প্রাজ্ঞ রাজনীতিবিদের মুখে এমন প্রশংসা শুনে অভিভূত হয়ে গিয়েছিলেন হেমাজি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

শুধু হেমা মালিনীই নন, অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা শাহরুখ খানের মুখেও শোনা গিয়েছে বলিউড দুনিয়ার কতটা আপন ছিলেন সদ্য প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলের সঙ্গে সঙ্গে আপনজনকে হারিয়েছে বলিউডও ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্ত ছিলেন বাজপেয়ী, ‘সীতা অউর গীতা’ দেখেছিলেন ২৫ বার