২০ অক্টোবর শুনানি ছিল এবং আরিয়ানের জামিনের আবেদন (Aryan Khan bail plea) মঞ্জুর করা হয়নি নিম্ন আদালতে। তার পরেই বম্বে হাইকোর্টের (Mumbai High Court) দ্বারস্থ হয়েছেন আরিয়ান (Aryan Khan)। আগামী ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন শুনবে বম্বে হাইকোর্ট। সেই আবেদনেই আরিয়ান দাবি করেছেন যে, তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) যে তথ্য পেয়েছে তা ভুল ভাবে তুলে ধরা হচ্ছে।
advertisement
আরিয়ান (Aryan Khan) এও দাবি করেন যে, প্রমোদতরীতে তল্লাসি করার পরে তাঁর থেকে কোনও নিষিদ্ধ জিনিস পাওয়া যায়নি। মাদককাণ্ডে অন্যান্য অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও অচিত কুমারের সঙ্গেও তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন আরিয়ান। উল্লেখ্য, মাদককাণ্ডে এখনও পর্যন্ত ২০জনকে গ্রেফতার করেছে এনসিবি।
আরও পড়ুন- আরিয়ানের সঙ্গে গাঁজা নিয়ে চ্যাট! তদন্তে কতটা সহযোগিতা করছেন অনন্যা, কী বলছে NCB
জামিনের আবেদনে আরিয়ানের (Aryan Khan) আইনজীবী সতীশ মানশিন্ডে বলেছেন, নিম্ন আদালত মনে করছেন আরিয়ান প্রভাবশালী পরিবারের, তাই তাঁকে মুক্ত করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। আর সেই জন্যই তাঁর জামিনের আবেদন বার বার খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, আরব সাগরে মুম্বই থেকে গোয়া গামী প্রমোদতরী থেকে গত ২ অক্টোবর আটক করা হয় আরিয়ান খানকে। তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেফতার করে এনসিবি। ৮ অক্টোবর থেকে আরিয়ান রয়েছেন আর্থার রোড জেলে। বৃহস্পতিবার অবশেষে শাহরুখ খানের সঙ্গে দেখা হয় তাঁর। আর্থার রোড জেলে (Arthur Road Jail) ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিং খান।