TRENDING:

Aryan Khan | Drug case: আরিয়ানকে সমর্থন করে সুজান বললেন 'ও ভালো বাচ্চা'! এনসিবিকে একহাত নিলেন মিকা সিং

Last Updated:

Aryan Khan | Drug case: এবার আরিয়ানের সমর্থনে সরব হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান (Susanne Khan)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাদক কাণ্ডে এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) হেফাজতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত থাকতে হবে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)। এবার আরিয়ানের সমর্থনে সরব হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান (Susanne Khan)। গত ২ অক্টোবর আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে মাদক সমেত গ্রেফতার করা হয় আরিয়ানকে। এই বিষয়ে পেশায় ইন্টেরিয়র ডিজাইনার সুজান বলেছেন, "ভুল সময়ে ভুল জায়গায় ছিল ও"। সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্ট সেকশনে এমন মন্তব্য করেছেন তিনি ।
আরিয়ানকে সমর্থন করে সুজান বললেন 'ও ভালো বাচ্চা'! এনসিবিকে একহাত নিলেন মিকা সিং
আরিয়ানকে সমর্থন করে সুজান বললেন 'ও ভালো বাচ্চা'! এনসিবিকে একহাত নিলেন মিকা সিং
advertisement

এই ঘটনা নিয়ে এক সাংবাদিক ইনস্টাগ্রামে পোস্ট করেন, "আরিয়ান খানের গ্রেফতার দেখে বাবা মায়েদের সতর্ক হয়ে যাওয়া উচিত।" এই পোস্টের কমেন্টে গিয়েই সুজান লিখেছেন, "আমার মনে হয় এই ব্যাপরটি আরিয়ান খানের হয়। ও ভুল সময়ে ভুল জায়গায় ছিল দুর্ভাগ্যবশত। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক কারণ আরিয়ান একজন ভালো বাচ্চা। আমি শাহরুখ ও গৌরীর পাশে আছি।" সুজান শাহরুখ ও গৌরীর খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হিসেবেই পরিচিত।

advertisement

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংও (Mika Singh)এই ঘটনার জন্য এনসিবি-কে (NCB) একহাত নিয়েছেন। প্রমোদতরীর ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন, "ওয়াও! কী সুন্দর একটি ক্রুজ। ইশ আমি যদি এখানে যেতে পারতাম! আমি শুনেছি এখানে অনেকেই ছিলেন। কিন্তু আমি আরিয়ান খান ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এত বড় প্রমোদতরীতে কি শুধু আরিয়ানই একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যিই অতিরিক্ত হচ্ছে।"

advertisement

আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শনিবার আটক করা হয় শাহরুখ পুত্র সহ আরও ৮ জনকে। এর পরে ১৬ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে ও তাঁর ৮ জন সঙ্গীকে। ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজ থেকে। সোমবার আরিয়ানকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার পরেই তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে জামিনের আবেদন করেন। কিন্তু সেই জামিন মঞ্জুর করেনি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই।

advertisement

আরও পড়ুন- রামের চরিত্রে রণবীর, হৃতিক রাবণের ভূমিকায়? রামায়ণের কাস্ট নিয়ে তুমুল জল্পনা

শাহরুখের এই খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন সলমন খানও। দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয় বলেই শোনা যায়। কিন্তু বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে ভোলেননি সলমন। এছাড়াও বলিউড থেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের সুনীল শেট্টি, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

আরও পড়ুন- বলিউডকে বিদায় জানানোর দু’বছর পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট ‘সিক্রেট সুপারস্টার’ জায়রার

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan | Drug case: আরিয়ানকে সমর্থন করে সুজান বললেন 'ও ভালো বাচ্চা'! এনসিবিকে একহাত নিলেন মিকা সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল