আর মাধবন থেকে সোনু সুদ বহু তারকারাই কিং খানকে শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে। বলিউড অভিনেতা আর মাধবন (R Madhavan) লিখেছেন, "ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।একজন বাবা হিসেবে আমি নিশ্চিন্ত হলাম। এবার যেন সব ভালো হয়।" সোনু সুদ (Sonu Sood) হিন্দিতে একটি টুইট করেন, যার বাংলা মানে করলে দাঁড়ায়, "সময় যখন ন্যায় করে তখন প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না।" মালাইকা অরোরা, অমৃতা অরোরা, স্বরা ভাস্করও শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ান জামিন পাওয়ার পরে।
advertisement
গায়ক মিকা সিং টুইট করেছেন, "আরিয়ান খান ও অন্য যাঁরা জামিন পেলেন তাঁদের অভিনন্দন। আমি খুশি যে অবশেষে জামিন দেওয়া হল। শাহরুখ ভাই ঈশ্বরের ঘরে দেরি হতে পারে। কিন্তু কখনও অন্ধকার হয় না। আপনি অনেকে করেছেন। ঈশ্বর আপনাদের দুজনকেই এবং পরিবারের মঙ্গল করুন।" আরও বহু তারকারাই খুশি হয়েছেন আরিয়ান জামিন পাওয়ার পরে।
আরও পড়ুন- ৭০০ বছরের পুরনো প্রাসাদে বিয়ে ক্যাটরিনা-ভিকির! রাজস্থানের এই রাজবাড়ি চিনে নিন
প্রসঙ্গত, গোয়াগামী প্রমোদতরীতে তল্লাসি চালিয়ে আরিয়ান খান ও আরও কয়েকজনকে আটক করে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। গত ৮ অক্টোবর থেকে তিনি রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে। আরিয়ান জেলে প্রায় ২৬দিন থাকার পরে জামিন পেলেন (Aryan Khan bail)। এই সময়টা শাহরুখের (Shah Rukh Khan) পাশে ছিলেন সলমন খান, প্রীতি জিন্টা, করণ জোহর সহ আরও অনেকে।
আরও পড়ুন - জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান, মন্নতে ফিরতে এখনও অন্তত ২ দিন!