উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এই ধরণের লাইভ অনুষ্ঠান প্রায় বন্ধই ছিল৷ জমায়েত এড়াতে কোনও সংগঠন বা শিল্পী ঝুঁকি নিতে চাননি৷ তাই বহুদিন বাদে এমন অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে৷ বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh popular Bollywood Singer) দেশে-বিদেশে সমান জনপ্রিয়৷ তাঁর গান সামনে থেকে শুনতে মুখিয়ে থাকেন প্রচুর মানুষ৷ তাই এই লাইভ কনসার্ট যে কানায় কানায় পূর্ণ হবে, তা বলাই বাহুল্য৷
advertisement
কয়েক মাস আগে মাতৃবিয়োগ হয়েছে অরিজিতের৷ করোনা পরিস্থিতিতে মাঝেমধ্যে ভক্তদের সামনে এসেছেন তিনি, অনলাইনে৷ তাঁর কন্ঠের জাদুতে কিছুটা হলেও যেন শান্তি খুঁজে পেয়েছেন বহু ভক্ত৷ এরপর তাঁকে সামনে থেকে দেখার ও শোনার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই৷ অরিজিৎ নিজেও এই শো নিয়ে খুবই আশাবাদী৷ সঙ্গীতের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাওয়ার কথা বলছেন শিল্পী৷ ৩০ অগাস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি৷ যদিও এক্ষেত্রে হলের ৫০ শতাংশ ছাড় মিলেছে শোয়ের জন্য৷