ভামিকার জন্মের পরেই তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁদের যেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে সাহায্য করা হয়। ভামিকা বড় না হওয়া পর্যন্ত তাঁরা তাঁকে সকলের সামনে নিয়ে আসতে চান না। এমনকি এও বলেন, বিরাট এবং অনুষ্কার চাইলে তবেই তাঁরা ছোট্ট ভামিকাকে সকলের সামনে নিয়ে আসবেন এবং পরিচয় করিয়ে দেবেন। তারপর থেকে বহুবার বিরাট-অনুষ্কাকে খেলার মাঠে এবং বিমানবন্দরে দেখা গিয়েছে। কোলে ছিল ভামিকাও। কিন্তু বহু চেষ্টার পরেও পাপারাৎজিরা তাঁকে এক ঝলক দেখতে পাননি। হতাশ হয়েছেন লক্ষ লক্ষ বিরাত-অনুষ্কা ভক্তও।
advertisement
তবে আজ শুভদিনে কিছুটা হলেও ভামিকাকে সকলের সামনে এনেছেন বিরাট-অনুষ্কা। অনুষ্কা এবং ভামিকার আদুরে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বেবি পিঙ্ক ফ্রকে পুতুলের মতো লাগছে ভামিকাকে। অনুষ্কার পরনে প্রিন্টেড টপ। একেবারে নো-মেকআপ লুকে বেডরুমে তোলা সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে। তবে এ দিনেও ভামিকার মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।
নবরাত্রির অষ্টম দিনে ছবিটি পোস্ট করে অনুষ্কা লেখেন, "Making me braver and more courageous every day. May you always find the strength of the goddess in you my little Vamika Happy Ashtami." ছবিটির নীচে কমেন্ট করেছেন অভিনেত্রী মৌনি রায়, লেখিকা তাহিরা কাশ্যপ। উল্লকেহ্য, সম্প্রতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ভামিকার ছ'মাসের জন্মদিন পালন করেছেন লন্ডনে। ফ্লোরাল কেক কেটে হয়েছিল সেলিব্রেশন। সেই ছবি সাহেয়ার করে অনুষ্কা লিখেছিলেন, "Her one smile can change our whole world around! I hope we can both live up to the love with which you look at us, little one. Happy 6 months to us three."