'পবিত্র রিস্তা' ধারাবাহিকে সুশান্ত-অঙ্কিতার সহ-অভিনেত্রী প্রার্থনা বেহেরে জানান, সুশান্তের মৃত্যুর খবর জানার পর থেকেই ভেঙে পড়েছেন অঙ্কিতা ৷ দু’জনের মধ্যে সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল কিন্তু সুশান্ত তার জীবন নিয়ে এতটা অখুশি ছিলেন জানতে পেরে ভেঙে পড়েছেন অঙ্কিতা ৷ 'পবিত্র রিস্তা'-র শুটিং চলাকালীনই পরিচয় হয় অঙ্কিতা ও সুশান্তের। এই সিরিয়ালে অঙ্কিতার বোনের চরিত্রে অভিনয় করতেন প্রার্থনা ৷ তিনিও সুশান্তের মৃত্যুর ঘটনায় শোকাহত ৷ প্রার্থনা আরও জানান, এই খবর পাওয়ার পর থেকেই অঙ্কিতা নিজেকে ধরে রাখতে পারছেন না, সারাক্ষণ কেঁদেই চলেছেন। একরকম ট্রমায় চলে গিয়েছেন ৷
advertisement
প্রার্থনা জানিয়েছেন সুশান্ত ও অঙ্কিতার প্রেম তিনি খুব কাছ থেকে দেখেছিলেন ৷ তাই তিনি বুঝতে পারছেন অঙ্কিতার মধ্যে এখন কী চলছে ৷
Location :
First Published :
June 16, 2020 2:41 PM IST