TRENDING:

কেন মদ-সিগারেটের বিজ্ঞাপন করেন না, এতদিনে খোলসা করলেন অমিতাভ

Last Updated:

টিভি খুললেই তাঁর মুখ ৷ সিনেমা, রিয়্যালিটি শো ছাড়াও নিত্যদিনের হরেক রকম বিজ্ঞাপন জুড়ে তাঁর সেই পরিচিত মুখটা ভেসে ওঠে ৷ কখনও কোনও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে, কখনও পোলিও-শৌচাগারের সচেতনা তৈরিতে, কখনও মাথা ঠাণ্ডা করার তেলের বিজ্ঞাপনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টিভি খুললেই তাঁর মুখ ৷ সিনেমা, রিয়্যালিটি শো ছাড়াও নিত্যদিনের হরেক রকম বিজ্ঞাপন জুড়ে তাঁর সেই পরিচিত মুখটা ভেসে ওঠে ৷ কখনও কোনও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে, কখনও পোলিও-শৌচাগারের সচেতনা তৈরিতে, কখনও মাথা ঠাণ্ডা করার তেলের বিজ্ঞাপনে ৷ কাঁচা পাকা চুলে মাঝ বরাবর সিঁথি, সাদা দাঁড়ি ফ্রেঞ্চকাট, চোখে মোটা ফ্রেমের চশমা ৷ প্রায় চোখ বুজেও বলে দেওয়া যায় তিনি ভারতীয় সিনেমার শাহেনশা ছাড়া কেউ নন ৷ তিনি অমিতাভ বচ্চন ৷
advertisement

কিন্তু রুপোলি পর্দায় এত পরিচিত হয়েও কখনও মাদক জাতীয় পদার্থের বিজ্ঞাপন করতে দেখা যায় না তাঁকে ৷ মদ, সিগারেট বা পান বাহার কোনওরকম নেশাকারক জিনিসেরই বিজ্ঞাপনে মুখ দেখান না বিগ বি ৷

আরও পড়ুন: তাহলে কী সত্যিই প্রেম ? ১০ বছরের ছোট ‘বয়ফ্রেন্ড’-এর সঙ্গে ডিনারে গেলেন প্রিয়াঙ্কা

সেরা ভিডিও

আরও দেখুন
ফুটবলে মেতে জলদাপাড়ার ছোট্ট হাতিশাবক, ভাইরাল ভিডিও দেখে অবাক সবাই
আরও দেখুন

কিন্তু যেখানে প্রায় সমস্ত সেলেবরাই এই ধরনের বিজ্ঞাপনে মুখ দেখাতে অভ্যস্ত, সেখানে অমিতাভ ব্রাত্য কেন ? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিজ্ঞাপন করার আগে সেই সমস্ত জিনিস তিনি ব্যবহার করে দেখেন ৷ পছন্দ হলে তবেই তাঁর প্রচার করেন ৷ কিন্তু মদ-সিগারেট তিনি ছুঁয়েও দেখেন না ৷ ফলে যা তিনি ব্যবহার করেন না তার বিজ্ঞাপন করতে স্বচ্ছন্দ্য নন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কেন মদ-সিগারেটের বিজ্ঞাপন করেন না, এতদিনে খোলসা করলেন অমিতাভ