অবাক হচ্ছেন তো! কিন্তু এমনটাই ঘটেছে। বিগবি (Amitabh Bachchan on KBC) বলেন, "প্রোডিউসারজি এই কাজটা বন্ধ করুন। আমি নম্রতাজির সঙ্গে চা খেতে যাব।" এমনকি নম্রতাকে ডেটে নিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন সুপারস্টার। কিন্তু সেই সময়ে দর্শকাসনে বলে নম্রতার স্বামী ও সন্তান।
বিগবি বলেন (Amitabh Bachchan on KBC), "আপনার পতিদেব ও পুত্র শুনছেন। তাই শুধু চায়ের কথাই বললাম। নাহলে কোনও রেস্তোরাঁয় ভূরিভোজ করাতেই নিয়ে যেতাম আপনাকে।" নম্রতা বিগবি-কে অমিতজি বলে সম্মোধন করছিলেন। কিন্তু বিগবি তাঁকে শুধু অমিত বলেই সম্বোধন করতে বলেন। পুরো এপিসোডটিই দুজনের রঙ্গ রসিকতার মধ্যেই কেটে যায়। দর্শকাসনে হাসিতে ফেটে পড়েন নম্রতার ছেলে ও স্বামীও। নম্রতা পেশায় একজন নৃত্যশিল্পী। বিভিন্ন দেশ বিদেশে গিয়ে নাচের অনুষ্ঠান করেছেন তিনি। নিজে নাচ শেখানও। এসব জানার পরে, কেবিসি-র সেটেও নম্রতাকে নাচার অনুরোধ করেন অমিতাভ। সেই কথাও রাখেন তিনি। নম্রতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান অমিতাভ।
advertisement
আরও পড়ুন- বড় সিদ্ধান্ত কবীর সুমনের! কাগজে সই করে সোশ্যালে ঘোষণা করলেন 'গানওয়ালা'
প্রসঙ্গত, নম্রতা ২৫ লক্ষ টাকা জেতেন। ৫০ লক্ষ অবধি পৌঁছনোর আগেই খেলা কুইট করেন নম্রতা। প্রশ্নটি ছিল, কোন দেশের পতাকা সবচেয়ে প্রাচীন? অপশনে দেওয়া ছিল- গ্রিস, ডেনমার্ক ও আইসল্যান্ড। সঠিক উত্তর হল ডেনমার্ক।
আরও পড়ুন- সৌজন্য-গুনগুনের প্রেমে মজে দর্শক! টিআরপি যুদ্ধে কোথায় 'খড়কুটো' থেকে 'মিঠাই'