TRENDING:

Alia Bhatt | Ranbir Kapoor: রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে আলিয়ার হলিউড যাত্রা? প্রথম ছবির ঘোষণা কবে

Last Updated:

Alia Bhatt | Ranbir Kapoor: এবার আলিয়ার মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার জন্য তৈরি হচ্ছেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের দর্শকদের বহুবার মুগ্ধ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। এবার আলিয়ার মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার জন্য তৈরি হচ্ছেন অভিনেত্রী। এবার তাঁর হলিউডের পাড়ি দেওয়ার পালা। ইতিমধ্যেই মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন আলিয়া।
রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে আলিয়ার হলিউড যাত্রা? প্রথম ছবির ঘোষণা কবে
রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে আলিয়ার হলিউড যাত্রা? প্রথম ছবির ঘোষণা কবে
advertisement

সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই প্রথম হলিউড ছবির নাম ঘোষণা করবেন অভিনেত্রী। ২০২২-এ এই ছবির ঘোষণা করতে পারেন আলিয়া। এমনকী এও জল্পনা চলছে যে, বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি বেশ পছন্দও হয়েছে তাঁর। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছসিত তিনি।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, হলিউডে জেনিফার লরেন্সকে খুব পছন্দ আলিয়ার (Alia Bhatt)। ছবিতে তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেন, তেমনই কিছু চাইছেন বলি অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেওয়ার পরিকল্পনায় রয়েছেন আলিয়া। তবে কোন ছবি করবেন, তা নিয়ে ভাবনা চিন্তায় রয়েছেন তিনি। আমেরিকায় উইলিয়াম মরিস এন্ডেভার একটি নামকরা সংস্থা। এই সংস্থার থেকেই উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরন এবং অন্যান্যরা।

advertisement

বলিউড থেকে হলিউডে এর আগে পাড়ি দিয়েছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের পথ ধরে কত তাড়াতাড়ি হলিউডে তিনি পাড়ি দেন এখন সেটাই দেখার। প্রসঙ্গত, হলিউডে পাড়ি দেওয়ার খবরের পাশাপাশি, আলিয়া (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিয়ে কবে, এই নিয়েও জল্পনা এখন তুঙ্গে।

আরও পড়ুন- আরিয়ান মামলা থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়েকে! গঠন হল নতুন SIT

advertisement

বহুদিন ধরেই বি-টাউনে জল্পনা, কবে বিয়ে করছেন এই তারকা জুটি। তাঁরা যে সম্পর্কে আছেন তা বহুদিন আগেই প্রকাশ্যে এসেছে। আর তাই দুজনেরই অনুরাগীরা অধীর আগ্রহে রয়েছেন, যে কবে জুটিকে বিয়ের পিঁড়িতে দেখবেন। কানাঘুষো শোনা যাচ্ছে চলতি বছরের প্রথম দিকেই বিয়ে করবেন তাঁরা। দীপাবলি উপলক্ষে আলিয়া রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। এই প্রথম এত ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের বাহুডোরে আলিয়া। দুজনেই পরস্পরের চোখে চোখ রেখে আছেন। আর এই ছবি দেখেই অনুরাগীরা মুখিয়ে আছেন তাঁদের বিয়ের জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt | Ranbir Kapoor: রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যে আলিয়ার হলিউড যাত্রা? প্রথম ছবির ঘোষণা কবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল