তবে ছবির প্রেক্ষাপটও এবারের বালাকোটের ঘটনা নয়। দেখানো হবে ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের গল্প। তখনকার পরিস্থিতি তুলে ধরা হবে পর্দায়। অজয় এর আগেও বহুবার পুলিশের চরিত্রে কাজ করেছেন। তবে বায়ুসেনার চরিত্রে এই প্রথম। গুজরাটের বর্ডারের কাছে একটি বায়ুসেনার ঘাঁটি ছিল। সেটিতে বোম মেরে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সব বিমান গুলোও নষ্ট হয়ে গিয়েছিল। পাশের গ্রাম থেকে বিজয় কার্নিক ৩০০ মহিলাকে জোগার করে এনে কেয়েক দিনের মধ্যেই সেই জায়গা আবার আগের মতো করে ফেলেন। এর পর বদলা নেন পাকিস্তানের ওপর। এই ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। তবে ছবির নাম বা অন্য কিছুই এখনও জানা যায়নি। তবে অজয়কে যে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে এবার, তাতে কোনও সন্দেহ নেই।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2019 6:40 PM IST