TRENDING:

বায়ুসেনার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মুম্বই: ভারতীয় বায়ু সেনা অভিনন্দন বর্তমানের পাকিস্তান থেকে ফিরে আসার পর তাঁর জীবনকে নিয়ে ছবি বানানোর কথা চলছিল বলিউডে। বালাকোটের ঘটনার পর এই বিষয় নিয়ে সিনেমা বানানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে ছবি তো হচ্ছেই ভারতীয় সেনার ওপর। তবে সেই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। তবে তাঁকে অভিনন্দনের চরিত্রে নয়, দেখা যাবে সেনা প্রধাণ বিজয় কার্নিকের চরিত্রে অভিনয় করতে।
advertisement

তবে ছবির প্রেক্ষাপটও এবারের বালাকোটের ঘটনা নয়। দেখানো হবে ১৯৭১-এর ইন্দো-পাক যুদ্ধের গল্প। তখনকার পরিস্থিতি তুলে ধরা হবে পর্দায়। অজয় এর আগেও বহুবার পুলিশের চরিত্রে কাজ করেছেন। তবে বায়ুসেনার চরিত্রে এই প্রথম। গুজরাটের বর্ডারের কাছে একটি বায়ুসেনার ঘাঁটি ছিল। সেটিতে বোম মেরে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সব বিমান গুলোও নষ্ট হয়ে গিয়েছিল। পাশের গ্রাম থেকে বিজয় কার্নিক ৩০০ মহিলাকে জোগার করে এনে কেয়েক দিনের মধ্যেই সেই জায়গা আবার আগের মতো করে ফেলেন। এর পর বদলা নেন পাকিস্তানের ওপর। এই ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। তবে ছবির নাম বা অন্য কিছুই এখনও জানা যায়নি। তবে অজয়কে যে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে এবার, তাতে কোনও সন্দেহ নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
বায়ুসেনার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন!