এখন অবশ্য সেই খুদে অনেক বড় হয়েছে ৷ সাংবাদিকদের ঘেরাটোপে এখন অনেক অভ্যস্ত আরাধ্যা ৷ কিন্তু মা হাত ছাড়ে না তার ৷ নেটিজেনরা ঐশ্বর্যর এমন কাণ্ড দেখে কেউ বলেছেন, ‘সবসময় আরাধ্যার হাতের পজিশন এইরকমই থাকে ৷ আশা করি, যেন তার কাঁধে যন্ত্রণা না হয় ৷’ কেউ আবার বলেছেন, ‘অ্যাশের উচিত এ বার আরাধ্যার থেকে নিজের অ্যাম্বলিকাল কর্ডটা কাটা ৷’ কেউ বলেছেন, ‘প্লিজ, ফর গড সেক ওর হাতটা এবার আপনি ছাড়ুন ৷’ ‘প্লিজ ওকে একটু একা স্বাধীনভাবে হাঁটাচলা করতে দিন ৷’ ‘এ বার ওর হাতটা ছাড়ুন ৷ এখন আর আরাধ্যা ৩ বছরের মেয়ে নয় ৷’
advertisement
সম্প্রতি অ্যাশ, অভিষেক এবং আরাধ্যাকে দেখা গিয়েছে চেন্নাই বিমানবন্দরে । চেন্নাইয়ে মণিরত্নমের ছবিতে অভিনয় করছেন রাই সুন্দরী । সেই ছবির শ্যুটিংয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি । স্ত্রী’কে সঙ্গ দিতে সেখানে কয়েকদিন ছিলেন অভিষেকও । সঙ্গে ছিল আরাধ্যাও । শ্যুটিং সেরে মুম্বই ফেরার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে বচ্চন পরিবার । সেখানেই দেখা যাচ্ছে, কীভাবে বিমানবন্দরের মধ্যেও আরাধ্যার হাত শহক্ত করে ধরে রেখেছেন ঐশ্বর্য । এমনকি গাড়িতে ওঠার আগে পর্যন্ত আরাধ্যা এক মুহূর্তের জন্যও ছাড়েননি তিনি ।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলিং শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, ‘পজেজিভ মাদার’, কেউ লেখেন, ‘আর কত বড় হলে আরাধ্যার হাত ধরা বন্ধ করবেন ঐশ্বর্য’, কেউ লেখেন, ‘সম্ভবত আরাধ্যার হাঁটাচলার জন্য যথেষ্ট নয় বিমানবন্দরের রাস্তা ।’