আরও পড়ুন: ছেলের বিয়েতে খরচা করে গিনেস বুকে নাম তুলেছিলেন জয়ললিতা
এবার সেই আম্মা-ই দেখা দেবেন ৭৫ মিমির পর্দায় ৷ তাঁর জীবন নিয়ে এবার তৈরি হবে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ৷ এএল বিজয়ের পরিচালনায় তৈরি হবে এই ছবি ৷ কিন্তু মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে ? বহুদিন ধরেই এই প্রশ্ন ছিল ভক্তদের মনে ৷ কারণ জয়ললিতার মতো শক্তিশালী ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার পর মতো অভিনেত্রীর প্রয়োজন ছিল ৷
advertisement
এই চরিত্রের জন্য রম্যা কৃষ্ণান, নয়নতারা, তৃষ্ণা কৃষ্ণান, মঞ্জিমা মোহনদের নাম ছিল তালিকায় ৷ কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সকলকে হারিয়ে ইঁদুর দৌড় জিতে নিয়েছেন বিদ্যা বালন ৷ এখনও প্রি-প্রোকাডশন স্তরেই রয়েছে এই ছবি ৷ মুখ্য চরিত্র নির্বাচনের কাজ শেষ হলেও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বাছাইয়ের কাজ চলছে এই মুহূর্তে ৷
আরও পড়ুন: রোকা হয়ে গেল নিক-প্রিয়াঙ্কার, দেখুন প্রথম ছবি
২০১৬-র ৫ ডিসেম্বর ৬৮ বছর বয়সে মারা যান জয়ললিতা ৷ ভারতের জনপ্রিয় এই নেত্রীর কাহিনীই ফুটিয়ে তোলা হবে পর্দায় ৷ কিন্তু বায়োপিক হলেও শেষ পর্যন্ত পূর্ণ হল না জয়ললিতার ইচ্ছে ৷ কী ছিল সেই ইচ্ছে ? বহুদিন একবার সিমি গারেওয়াল জয়ললিতাকে প্রশ্ন করেছিলেন, কোনওদিন আপনার বায়োপিক হলে কোন নায়িকা আপনার চরিত্রটি করবেন ? এর উত্তরে সেই আম্মা জানিয়েছিলেন, নিজের চরিত্রে তিনি ঐশ্বর্যকে দেখতে চান ৷ কিন্তু সেই দিনের পর বহু জল গড়িয়েছে গোদাবরী দিয়ে ৷ আম্মা-যুগও আজ আর নেই ৷
তাই তাঁর ইচ্ছেও থেকে গেল শুধুই স্মৃতির পাতায় ৷ বচ্চনবহু নয়, তাঁর চরিত্রে সম্ভবত অভিনয় করবেন বিদ্যা বালনই ৷