যদিও বিয়ে সেরেছেন গত মাসের ৬ তারিখ। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন। কীভাবে প্রেমের শুরু, কীরকম সে প্রেমের যাত্রা, সবই তাতে ফুটে উঠল কিছু ছবি ও ভিডিওর মন্তাজে। সেখানে নায়িকার পরিবারকেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: মহিলা ভক্তের কাছে হেনস্থার শিকার, জোর করে চুম্বনের চেষ্টা! সরিয়ে দিলেন আদিত্য, রইল ভিডিও
advertisement
আরও পড়ুন: আচমকা মেয়ে রাহার ছবি পোস্ট করে বসলেন আলিয়া? ছোট্ট শিশুর ছবি দেখে হইচই নেটপাড়ায়!
বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি। স্পষ্টবাদী হিসেবে নাম আছে তাঁর। অন্যদিকে ফাহাদের ট্যুইটার বায়ো বলছে তিনি সমাজবাদী পার্টির যুব সংগঠনের মহারাষ্ট্র ইউনিটের সভাপতি।
এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।
শোনা যায়, এর আগে লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম ছিল তাঁর। কিন্তু ২০১৯ সালে তা ভেঙে যায়। তার পরেই ২০২৩ সালের শুরুতে ফাহাদকে বিয়ে করেন স্বরা।